স্নায়ুতন্ত্রের কার্যমূলক উপাদান
স্নায়ুতন্ত্রের কার্যমূলক উপাদান :
এটি তিন প্রকারের হয়, যথা-গ্রাহক, বাহক ও কারক।
A. গ্রাহক (Receptor) :
উদ্দীপনা গ্রহণে সক্ষম এরকম কোশকে গ্রাহক রিসেপটর বলে।
উদাঃ-প্যাসিনিয়াম কণিকা (চাপ ও টান গ্রাহক), রড ও কোন কোশ (দর্শনগ্রাহক), মেইনজার কণিকা (স্পর্শগ্রাহক), অলফ্যাক্টরি কোশ (ঘ্রাণগ্রাহক) প্রভৃতি।
B. বাহক (Conductor) :
যে ব্যবস্থার মাধ্যমে উদ্দীপনা গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকে পৌঁছোয়, তাকে বাহক বা কন্ডাক্টর বলে।
বাহক দু-প্রকারের হয়, যথা—সংজ্ঞাবাহী বাহক ও আজ্ঞাবাহী বাহক।
C. কারক (Effector) :
দেহের যেসকল অঙ্গ বা যন্ত্র উদ্দীপনায় উদ্দীপিত হয়ে সাড়া দেয়, তাদের কারক বা ইফেক্টর বলে। দেহের বিভিন্ন পেশি এবং গ্রন্থিগুলি হল কারক।