জেনে রাখা ভালো
⚫ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা হয় কেন?
উদ্ভিদের মতো (i) কোশপ্রাচীর বর্তমান, (ii) ক্লোরোফিল থাকে, (iii) অঙ্গজজনন হয়, (iv) ভিটামিন তৈরি করে—তাই ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা হয়।
⚫সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও :
ক্লোরোবিয়াম (Chlorobium), ক্রোমাটিয়াম (Chromatium) প্রভৃতি।
⚫ভাইরাস ও ব্যাকটেরিয়ার পার্থক্য লেখো :
নং | ভাইরাস | ব্যাকটেরিয়া |
---|---|---|
১ | পোষক কোশের বাইরে জড়বৈশিষ্ট্যযুক্ত এবং সম্পূর্ণ পরজীবী। | সজীব এবং স্বভোজী, মৃতজীবী বা পরজীবী। |
২ | সাইটোপ্লাজম ও কোশপর্দা নেই, তাই অকোশীয়। | সাইটোপ্লাজম ও কোশপর্দা থাকে। |
৩ | বিপাক হয় না। উত্তেজনায় সাড়া দেয় না। | বিপাক হয় এবং উত্তেজনায় সাড়া দেয়। |
৪ | DNA বা RNA যে-কোনো একটি থাকে। | DNA বা RNA উভয়ই বর্তমান। |