বংশগতি
বংশগতি (Heredity)
সংজ্ঞা ( Explanation)
যে নির্দিষ্ট নিয়মে জীবের দৈহিক, জৈবরাসায়নিক এবং আচরণগত বিভিন্ন বৈশিষ্ট্য এক বংশ থেকে পরবর্তী বংশে সঞ্চারিত হয়, তাকে বংশগতি বলে।
ব্যাখ্যা (Explanation)
প্রত্যেক প্রজাতির কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে যেগুলি পিতামাতার দেহ থেকে সন্তানসন্ততির মধ্যে প্রকাশ পায়। এই বৈশিষ্ট্যগুলির বংশানুসরণ একটি নির্দিষ্ট নিয়মে ঘটে। যেমন—কানে লোম আছে এরকম পুরুষের ছেলে বা নাতির কানে লোম থাকবেই কিন্তু মেয়ে বা নাতনিদের থাকবে না।