logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

জীবন বিজ্ঞান চর্চা

জীবন বিজ্ঞান

সালোকসংশ্লেষ

সংক্ষিপ্ত বিবরণ সালোকসংশ্লেষের বিক্রিয়া CO2 এর উৎস ও ভূমিকা জলের উৎস ও ভূমিকা ক্লোরোফিলের উৎস ও ভূমিকা সূর্যালোকের উৎস ও ভূমিকা সালোকসংশ্লেষের অন্যান্য উপাদান সালোকসংশ্লেষের স্থান সালোকসংশ্লেষের সময় ও পদ্ধতি আলোক দশা অন্ধকার দশা গ্লুকোজের পরিনতি সালোকসংশ্লেষের প্রভাবক সালোকসংশ্লেষের তাৎপর্য সালোকসংশ্লেষ ও শক্তিপ্রবাহ জেনে রাখা ভালো

শ্বসন

সংক্ষিপ্ত বিবরণ শ্বসনের স্থান ও সময় শ্বসনবস্তু ও শক্তি সবাত শ্বসন অবাত শ্বসন সন্ধান শ্বসন নিয়ন্ত্রক প্রভাবক উদ্ভিদের শ্বাসঅঙ্গ প্রাণীদের শ্বাসঅঙ্গ মানুষের শ্বাসকার্য প্রক্রিয়া শ্বসনের তাৎপর্য শ্বসনের কাজ জেনে রাখা ভালো

পুষ্টি

সংক্ষিপ্ত বিবরণ খাদ্য শর্করা প্রোটিন স্নেহপদার্থ বা চর্বি খনিজ লবণ ভিটামিন বা খাদ্যপ্রাণ ভিটামিন A ভিটামিন D ভিটামিন E ভিটামিন K ভিটামিন B কমপ্লেক্স ভিটামিন C পুষ্টিতে জলের ভূমিকা স্বভোজী উদ্ভিদের পুষ্টি পরভোজী উদ্ভিদের পুষ্টি উদ্ভিদের পুষ্টির অত্যাবশ্যকীয় মৌল উপাদান প্রাণীর পুষ্টি হলোজোয়িক পুষ্টি উৎসেচক বিপাক শক্তির চাহিদা ও সুষম খাদ্য জেনে রাখা ভালো

সংবহন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদের সংবহন প্রাণীর সংবহন জেনে রাখা ভালো

চলন ও গমন

সংক্ষিপ্ত বিবরণ
কয়েকটি প্রাণীর গমন পদ্ধতি
অ্যামিবা কেঁচো আরশোলা মাছ মানুষের দ্বিপদীগমন অন্যান্য প্রাণী
উদ্ভিদের চলন ও গমন
উদ্ভিদের চলন স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন আবিষ্ট সামগ্রিক চলন স্বতঃস্ফূর্ত বক্রচলন আবিষ্ট বক্রচলন জেনে রাখা ভালো

রেচন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদের রেচন উদ্ভিদের রেচন পদার্থ গঁদ রজন ট্যানিন তরুক্ষীর বান তৈল বা উদ্‌বায়ী তৈল জৈব অ্যাসিড ধাতব কেলাস উপক্ষার গ্লাইকোসাইড প্রাণীর রেচন প্রাণীর প্রধান রেচনঅঙ্গ মানুষের রেচন-অঙ্গ বৃক্ক ত্বক ফুসফুস যকৃৎ লালাগ্রন্থি অন্ত্র জেনে রাখা ভালো

স্নায়ুতন্ত্র

সংক্ষিপ্ত বিবরণ স্নায়ুতন্ত্রের বিবর্তন স্নায়ুতন্ত্রের উপাদান নিউরোন বা স্নায়ুকোশ নিউরোনের প্রকারভেদ নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের কার্যমূলক উপাদান স্নায়ুসন্নিধি বা সাইন্যাপস স্নায়ু স্নায়ুগ্রন্থি প্রতিবর্ত ক্রিয়া স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক সুষুম্নাকান্ড করোটিয় স্নায়ু সুষুম্নীয় স্নায়ু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র জেনে রাখা ভালো

জ্ঞানেন্দ্রিয়

সংক্ষিপ্ত বিবরণ চক্ষু বা দর্শনেন্দ্রিয় কর্ণ বা শ্রবণেন্দ্রিয় নাসিকা বা ঘ্রাণেন্দ্রিয় জিহ্বা বা স্বাদেন্দ্রিয় ত্বক বা স্পর্শেন্দ্রিয় জেনে রাখা ভালো

হরমোন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদ হরমোন অক্সিন জিব্বারেলিন সাইটোকাইনিন অক্সিন,জিব্বারেলিন ও সাইটোকাইনিনের পার্থক্য কৃষিকার্যে ও উদ্যানবিদ্যায় ব্যাবহারিক প্রয়োগ প্রাণী হরমোন অগ্রপিটুইটারি নিঃসৃত হরমোন ইনসুলিন থাইরক্সিন আড্রিনালিন বা এপিনেফ্রিন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন জেনে রাখা ভালো

কোশ ও কোশবিভাজন

সংক্ষিপ্ত বিবরণ ক্রোমোজোম ইউক্যারিয়োটিক ক্রোমোজোম অটোজোম, সেক্সক্রোমোজোম ও জিন কোশ বিভাজন কোশচক্র মাইটোসিস উদ্ভিদকোশে মাইটোসিস প্রাণীকোশে মাইটোসিস সাইটোকাইনেসিস জেনে রাখা ভালো

জনন ও বংশগতি

জনন অঙ্গজজনন অযৌনজনন যৌনজনন অপুংজনি জনুক্রম বংশগতি সুপ্রজননবিদ্যা এবং মেন্ডেল বংশগতিবিদ্যায় ব্যবহৃত তথ্য মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা বংশগতিসংক্রান্ত মেন্ডেলের সূত্র গিনিপিগে মেন্ডেলীয় বংশগতি মানুষের লিঙ্গ-নির্ধারণ মেন্ডেলীয় তত্বের ব্যাতিক্রম জেনে রাখা ভালো

অভিব্যাক্তি বা বিবর্তন

সংক্ষিপ্ত বিবরণ জৈব অভিব্যক্তির প্রমাণসমূহ অঙ্গসংস্থানিক ও শারীরস্থানিক প্রমাণ জীবাশ্মঘটিত প্রমাণ অভিব্যক্তির তত্বাবলি ল্যামার্কবাদ ডারউইন পরিব্যক্তিবাদ জেনে রাখা ভালো

অভিযোজন

সংক্ষিপ্ত বিবরণ অভিব্যক্তি ও অভিযোজনের সম্পর্ক উদ্ভিদের অভিযোজন পদ্মের অভিযোজন ক্যাকটাসের অভিযোজন সুন্দরীর অভিযোজন প্রাণীর অভিযোজন রুইমাছের অভিযোজন পায়রার অভিযোজন জেনে রাখা ভালো

ভাইরাস, অণুজীব, রোগ ও স্বাস্থ্য

ভাইরাস ভাইরাসের শ্রেণিবিভাগ ব্যাকটেরিয়োফাজ রোগসৃষ্টিকারী ভাইরাস ভাইরাসের সংক্রমণ পদ্ধতি অণুজীব ও তার প্রকারভেদ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা ব্যাকটেরিয়ার অপকারী ভূমিকা ছত্রাক প্রোটোজোয়া রোগ ও স্বাস্থ্যবিজ্ঞান বাহকের দ্বারা সৃষ্ট রোগ রক্ত সঞ্চারণের দ্বারা বাহিত রোগ সাধারণ বীজঘ্ন এর ব্যবহার অনাক্রমণ্যকরণ ও টিকাকরণ জেনে রাখা ভালো

পরিবেশ, বাস্তুতন্ত্র এবং সংরক্ষণ

পরিবেশ জৈব ভূরাসায়নিক চক্র অক্সিজেন চক্র কার্বন চক্র নাইট্রোজেন চক্র বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রের কার্যপদ্ধতি খাদ্যশৃঙ্খল খাদ্যজাল পুষ্টিগঠন বাস্তুসংস্থানগত পিরামিড বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ একটি পুকুরের বাস্তুতন্ত্র সংরক্ষণ জলসংরক্ষণ মৃত্তিকা সংরক্ষণ বনসংরক্ষণ বন্যজীবন সংরক্ষণ ব্যাঘ্র প্রকল্প অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত অরন্য বিলুপ্ত ও লুপ্তপ্রায় প্রাণী জেনে রাখা ভালো

শ্বাসরঙ্গক


শ্বাসরঙ্গক (Respiratory Pigments):

শ্বসনের গৃহীত অক্সিজেন এবং শ্বসনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড সংবহনের জন্য যেসকল রঙ্গক সংবহনতন্ত্রে উপস্থিত থাকে তাদের শ্বাসরঙ্গক (respiratory pigments) বলে।

কয়েকপ্রকার শ্বাসরঙ্গকঃ

হিমোগ্লোবিনঃ এটি লৌহযুক্ত যুগ্মপ্রোটিন। এর রং লাল। এটি অঙ্গুরিমাল, শম্বুক প্রভৃতি অমেরুদন্ডীর রক্তরসে এবং মেরুদন্ডীর লোহিতকণিকায় থাকে।

হিমোসায়ানিনঃ এটি তাম্রযুক্ত যুগ্ম প্রোটিন। এর রং নীল (O2-বিযুক্ত অবস্থায় বর্ণহীন)। এটি চিংড়ি প্রভৃতি কবচীশ্রেণির প্রাণী এবং মোলাস্কার রক্তরসে থাকে।

ক্লোরোক্রুওরিনঃ এই তাম্রঘটিত সবুজ রঙ্গকটি পলিকেটের রক্তরসে থাকে।

পিনাগ্লোবিউলিনঃ এই ম্যাঙ্গানিজঘটিত বাদামি রঙ্গকটি শামুকের রক্তরসে থাকে।

মায়োগ্লোবিনঃ এই লৌহঘটিত লাল রঙ্গকটি হৃৎপেশি ও অস্থিপেশিতে থাকে।

লেগ-হিমোগ্লোবিনঃ এই লৌহঘটিত লাল বাদামি রঙ্গকটি লেগুমিনোসি গোত্রভুক্ত উদ্ভিদের অর্বুদে অবস্থান করে রাইজোবিয়ামের শ্বসনের জন্য O2 সরবরাহ করে।

হিমোগ্লোবিন ও হিমোসায়ানিনের পার্থক্যঃ

নং হিমোগ্লোবিন হিমোসায়ানিন
এটি লৌহযুক্ত যুগ্ম প্রোটিন। এটি তাম্রযুক্ত যুগ্ম প্রোটিন।
এটির রং O2 -যুক্ত ও O2-বিযুক্ত উভয় অবস্থায় লাল। এটির রং O2 -যুক্ত অবস্থায় নীল ও O2-বিযুক্ত উভয় অবস্থায় বর্ণহীন।
এটি অমেরুদন্ডীর রক্তরসে এবং মেরুদন্ডীর লোহিতকনিকায় থাকে। এটি কবচীশ্রেণির অমেরুদন্ডীর রক্তরসে থাকে।

রক্ত কেন বিশেষ তরল যোগকলা?

  • (1) রক্তের ধাত্রটি তরল এবং ধাত্রের পরিমাণ কোশীয় উপাদানের তুলনায় বেশি।
  • (2) রক্ত দেহের বিভিন্ন কলা ও অঙ্গসমূহের মধ্যে যোগাযোগ রক্ষা করে।
  • (3) রক্ত ভ্রূণজ মেসোডার্ম থেকে উৎপন্ন এবং ভিত্তিপর্দাবিহীন।
  • (4) রক্তের কোশগুলি আদর্শ কোশ নয় এবং রক্ত নিজে পরিবাহিত হয়।-তাই বিশেষ তরল যোগকলা।

থ্রম্বোসিস (Thrombosis) কী?

রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধার ঘটনাকে থ্রম্বোসিস বলে। করোনারি ধমনি ও গুরুমস্তিষ্কে রক্তসরবরাহকারী ধমনিতে রক্তজমাট বাঁধলে যথাক্রমে করোনারি থ্রম্বোসিস ও সেরিব্রাল থ্রম্বোসিস বলে।

হিমোলাইসিস (Haemolysis)

লোহিতকণিকাকে লঘুসারক দ্রবণে (0.9 gm% NaCl দ্রবণের চেয়ে কম) রাখলে লোহিতকণিকা জল গ্রহণ করে ফুলে ওঠে এবং হিমোগ্লোবিন বেরিয়ে যায়। এই প্রক্রিয়াকে হিমোলাইসিস বলে।

ESR কী?

ওয়েস্টারগ্রেন প্রভৃতি পরীক্ষানলে রাখা অ্যান্টিকোয়াগুলেন্ট যুক্ত রক্তের লোহিতকণিকার থিতিয়ে পড়ার হারকেই Erythrocyte Sedimentation Rate বা ESR বলে।

রক্তের এবং হিমোগ্লোবিনের পরিমাণ কত?

একজন পূর্ণবয়স্ক মানুষের (70 kg) 5 লিটার রক্ত থাকে। প্রতি 100 ml রক্তে হিমোগ্লোবিনের গড় পরিমাণ 14.5 গ্রাম।

TC-DC কী?

শ্বেতকণিকার সামগ্রিক সংখ্যা গণনাকে টোটাল কাউন্ট (TC) এবং পাঁচপ্রকার আলাদাভাবে গণনাকে ডিফারেন্সিয়াল কাউন্ট (DC) বলে।

রক্তচাপ (Blood Pressure) কী?

রক্তবাহের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় সময় রক্ত রক্তবাহের গাত্রে (প্রধানত ধমনিগাত্রে) যে পার্শ্বচাপ সৃষ্টি করে তাকে রক্তচাপ বা ব্লাডপ্রেসার বলে।

ধমনিগাত্রের রক্তচাপ কয়েক প্রকারের হয়, যথা-

  • (1) সিস্টোলিক প্রেসারঃ হৃৎপিন্ডের নিলয় সংকোচনের সময় সর্বাধিক যা চাপ, এর মান 120 mmHg
  • (2) ডায়াস্টোলিক চাপঃ হৃৎপিন্ডের নিলয় প্রসারণের সময় সর্বাধিক যে চাপ এর মান 80 mmHg
  • (3) পাল্‌স্‌ প্রেসারঃ সিস্‌টোলিক ও ডায়াস্টোলিক প্রেসারের অন্তরফল। এর মান 40 mmHg
  • (4) মিন প্রেসারঃ ডায়াস্টোলিক প্রেসার ও পাল্‌স্‌ প্রেসারের এক তৃতীয়াংশের যোগফল। এর মান 93.3 mmHg।

হিমোসাইটোমিটার কী?

এটি রক্তকণিকা গণনা করার যন্ত্র।

হিমোগ্লোবিনোমিটার বা হিমোমিটার কী?

এটি হিমোগ্লোবিন পরিমাপক যন্ত্র।

স্পিগসোম্যানোমিটার কী?

এটি রক্তচাপ মাপক যন্ত্র।