স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন
স্বতঃস্ফূর্তভাবে কোনো উদ্ভিদ অথবা উদ্ভিদ থেকে উৎপন্ন স্পোর বা গ্যামেটের অঙ্গসঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন করাকে স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন বলে।
এটি কয়েক প্রকারের হয়, যথা-
সিলিয়ারি চলন (সিলিয়ার দ্বারা)-শৈবাল, মস প্রভৃতির জুস্পোর বা শুক্রাণুর চলন।
ফ্লাজেলারি চলন (ফ্লাজেলার দ্বারা)-ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স প্রভৃতির চলন।
অ্যামিবয়েড চলন (ক্ষণপদের দ্বারা)-মিক্সোমাইসিটিস নামক ছত্রাকের চলন।
পাতা শেওলার কোশে একটি বড়ো গহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের চলন (রোটেশান) এবং কুমড়োর রোমের কোশে কয়েকটি গহ্বরকে কেন্দ্র করে আলাদাভাবে প্রোটোপ্লাজমের চলন (সারকুলেশন)-এই দুপ্রকারের প্রোটপ্লাজমীয় চলন (সাইক্লোসিস) উদ্ভিদের কোনো চলন নয়; কারণ এতে উদ্ভিদের বাহ্যিক সঞ্চালন হয় না।