ধাতব কেলাস (Mineral Crystals)
ধাতব কেলাস (Mineral Crystals):
(a) সিস্টোলিথ (Cystolith):
বট, রবার প্রভৃতি পাতার যৌগিক ত্বকের লিথোসিস্ট নামক কোশে যে আঙুরের থোকার মতো ক্যালশিয়াম কার্বনেটের কেলাস থাকে, তাকে সিস্টোলিথ বলে।
(b) র্যাফাইড (Raphides):
কচু, ওল ও কচুরিপানার কান্ড ও বৃন্তের ইডিয়োব্লাস্ট নামক কোশে যে ক্যালশিয়াম অক্সালেটের কেলাস নক্ষত্রের মতো (স্ফির্যাফাইড) অথবা সূচের গুচ্ছের মতো (অ্যাসিকিউলার র্যাফাইড) সঞ্চিত থাকে তাকে র্যাফাইড বলে। স্ফিরায়াফাইড থেকে কচুরিপানার বৃন্তে এবং অ্যাসিকিউলার র্যাফাইড থাকে ওল ও কচুর কান্ড ও বৃন্তে।
(c) সিলিকা (Silica):
বেলেডোনা উদ্ভিদের কোশে এবং ইকুইজিটাম উদ্ভিদের ত্বক ও ঘাস জাতীয় উদ্ভিদের পাতার কিনারার কোশের কোশপ্রাচীরের বাইরে অবস্থিত বালুকণা বা সিলিকা কণার উপস্থিতিতে ওই উদ্ভিদ অমসৃণ হয়।