জেনে রাখা ভালো
ল্যামার্ক ও ডারউইনবাদের পার্থক্য
নং | ল্যামার্কবাদ | ডারউইনবাদ |
---|---|---|
১ | অঙ্গের ব্যবহার-অব্যবহারের ফলে প্রকরণ ঘটে। | জীবনসংগ্রামের জন্য প্রকরণ ঘটে। |
২ | জীবের সজ্ঞান প্রচেষ্টায় অর্জিত প্রকরণের বংশানুসরণের ফলে নতুন প্রজাতির উদ্ভব ঘটে। | প্রকৃতির দ্বারা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে যোগ্যতমের উদ্বর্তনের ফলে নতুন প্রজাতির উদ্ভব ঘটে। |
বায়োজেনটিক সূত্র কী (What is Biogenetic Law) ?
বিজ্ঞানী হেকেল (Haeckel, 1874)-এর মতে “ব্যক্তিজনি জাতিজনির পুনরাবৃত্তি ঘটায়” (“Ontogeny repeats Phylogeny")। বিভিন্ন প্রাণীর ভ্রূণের ক্রমপরিণতিকালে অতি অল্প সময়ের জন্য হলেও পূর্বপুরুষদের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। একেই বায়োজেনেটিক সূত্র বা রিক্যাপিচুলেশন থিয়োরি বলে।
জীবাশ্মের বয়স কীভাবে নির্ধারিত হয়?
যে শিলাতে কোনো জীবাশ্ম ছিল সে শিলার বয়স নির্ধারিত হলেই জীবাশ্মটির বয়স পাওয়া যায়। শিলার বয়স নির্ধারিত হয় শিলাতে অবস্থিত তেজস্ক্রিয় পদার্থের (C14 বা U238) বিশ্লিষ্ট হওয়ার হার দেখে।
প্রোটোঅ্যাভিস কী (What is Protoavis) ?
বিজ্ঞানী শঙ্কর চট্টোপাধ্যায় আবিষ্কৃত কাকজাতীয় পাখির জীবাশ্মকে প্রোটোঅ্যাভিস বলে। এটি প্রাচীনতম পাখি। আর্কিয়োপটেরিক্স-এর থেকে এটি 71⁄2 কোটি বছরের পুরোনো।
জার্মপ্লাজম তত্ত্ব কী (What is Germplasm ) ?
বিজ্ঞানী ভাইস্যান (Weismann, 1892)-এর মতে, জীবের বৈশিষ্ট্যের বংশানুসরণ কেবল জননকোশের মাধ্যমেই ঘটে, এতে দেহ কোশের কোনো ভূমিকা থাকে না। একেই জার্মপ্লাজম তত্ত্ব বলে।
প্যানজিয়া কাকে বলে ?
পৃথিবীর সব মহাদেশ আজ থেকে প্রায় 20 কোটি বছর পূর্বে একটি ভূখণ্ডে ছিল যার নাম প্যানজিয়া।
সায়ানোজেন মতবাদ কী?
বিজ্ঞানী ব্লুজারের মতে পৃথিবীর তাপ কমে যাওয়ার সময় C ও N2 মিলিত হয়ে সায়ানোজেন নামক একপ্রকার যৌগ গঠন করে, যা থেকে প্রোটোপ্লাজম গঠিত হয়।