থাইরক্সিন
থাইরক্সিন (Thyroxin) :
ক্ষরণস্থান :
ট্রাকিয়ার দু-পাশে (2-4 তরুণাস্থি বলয়) অবস্থিত থাইরয়েড গ্রন্থি।
কাজ :
1. মৌলবিপাক নিয়ন্ত্রণ : দেহকোশে 02 এর ব্যবহার বাড়িয়ে মৌল বিপাক হার (BMR) বাড়িয়ে দেয়।
2 বিপাক নিয়ন্ত্রণ : অন্ত্রে গ্লুকোজের শোষণ বাড়িয়ে এবং যকৃতে গ্লাইকোজেন ভেঙে রক্তশর্করার বৃদ্ধি করে। প্রোটিন সংশ্লেষ ঘটায়। লিপিড সঞ্চয় হ্রাস করে। আয়োডিন বিপাক নিয়ন্ত্রণ করে।
3. দেহবৃদ্ধি ঘটানো : দেহের অস্থি ও পেশির বৃদ্ধি, গৌণ যৌন লক্ষণ প্রকাশ, যৌনগ্রন্থিগুলির স্বাভাবিক বিকাশ ও কার্যক্ষমতা এবং স্নায়ুতন্ত্রের বিকাশ ও মানসিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।
4. হৃৎস্পন্দন ও শ্বাসহার বৃদ্ধিঃ এই হরমোন হৃৎস্পন্দন ও শ্বাসক্রিয়ার হার বাড়ায়।
5. তাপনিয়ন্ত্রণ : শীতল আবহাওয়াতে অধিক থাইরক্সিন ক্ষরিত হয়ে কোশের বিপাক বাড়িয়ে অধিক তাপ উৎপাদন করে।
6. রক্তকোশের ওপর ক্রিয়া : লোহিত কণিকার ক্রমপরিণতিতে সহায়তা করে।
থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম (Cretinism) এবং প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা (Myxoedema) রোগ হয়।
এর অধিক ক্ষরণে এক্সোপথ্যালমিক গয়টার (Exopthalmic goiter) বা গ্রেভস্ রোগ (Grave's disease) হয়।