সালোকসংশ্লেষের বিক্রিয়া
সালোকসংশ্লেষের ব্যাখ্যা (Explanation of Photosynthesis)
সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষের জন্য পরিবেশ থেকে H2O এবং CO2 গ্রহণ করে। উদ্ভিদের সবুজ কোশের ক্লোরোপ্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল থাকে। এটি সূর্য থেকে আসা সূর্যালোককে শোষণ করে রাসায়নিক শক্তিকে পরিণত করে এবং জলকে ভেঙে দেয়। জলের হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে। জলের অক্সিজেন উপজাত বস্তুরূপে বেরিয়ে যায়।
সূর্যালোক12H2O —————> 12H2 + 602
ক্লোরোফিলসালোকসংশ্লেষের সামগ্রিক বিক্রিয়া ( Over Reaction of Photosynthesis)
সালোকসংশ্লেষের সম্পূর্ন রাসায়নিক সমীকনণটি নিম্নরূপঃ
আলোক6CO2 + 12H2O18 ---> C6H12O6 + 6H2O + 60218
(কার্বন ডাইঅক্সাইড) (জল) ক্লোরোপ্লাস্ট (গ্লুকোজ) (জল) (অক্সিজেন) (ক্লোরোফিল, অন্যান্য রঙ্গক ও উৎসেচক)উপরের সালোকসংশ্লেষের সমীকরণকে ব্যাখ্যা করলে নিম্নলিখিত বিষয়গুলি জানা যায় :
- 1. সালোকসংশ্লেষে 6 অণু কার্বন ডাইঅক্সাইড ও 12 অণু জলের বিক্রিয়ায় 1 অণু গ্লুকোজ, 6 অণু জল ও 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়।
- 2. কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণ খরচ হয় অক্সিজেন সে পরিমানই উৎপন্ন হয়।
- 3. এই বিক্রিয়াটি আলোকের উপস্থিতিতে ঘটে এবং আলোকই এই বিক্রিয়ায় শক্তির জোগান দেয় (তাপগ্রাহী বিক্রিয়া)।
- 4. এই বিক্রিয়ায় জল জারিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। (জারণ-বিজারণ ক্রিয়া)।
- 5. এই বিক্রিয়ায় সরল যৌগ ( H2O ও CO2) থেকে জটিল যৌগ (C6H12O6 ) উৎপন্ন হয় (উপচিতি বিপাক)।
- 6. পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের কার্বন গ্লুকোজের অন্তর্ভুক্ত হয় (অঙ্গার আত্তীকরণ)।
- 7. ক্লোরোফিল সৌরশক্তিকে খাদ্যের (গ্লুকোজ) মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ করে। (প্রতি মোলে 686 k cal )।
- 8. 264 গ্রাম CO2 (6 মোল), 216 গ্রাম H2O (12 মোল)--এর সাথে বিক্রিয়া করে 180 গ্রাম গ্লুকোজ (1 মোল) উৎপন্ন করে।
- 9. উপজাত বস্তুরূপে জল (বিপাকীয়) ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।
- 10. এই বিক্রিয়া জীবজগতের খাদ্যের তথা শক্তির উৎস এবং পরিবেশের অক্সিজেনের উৎস।