রক্ত
রক্ত (Blood)
বৈশিষ্ট্যঃ
- (1) রক্ত একপ্রকার যোগকলা,
- (2) এর ধাত্রটি তরল,
- (3) মেসোডার্ম থেকে উৎপন্ন হয়।
- (4) কোশ অংশ কম এবং কোশগুলিকে রক্তকণিকা বলে।
- (5) এটি অস্বচ্ছ এবং এর রং লাল।
- (6) এটি ঈষৎ লবণাক্ত এবং ক্ষারধর্মী (pH 7.4)
- (7) আপেক্ষিক গুরুত্ব 1.055-1.065
- (8) আপেক্ষিক সান্দ্রতা (Viscosity) 4-6
সংজ্ঞাঃ অস্বচ্ছ, লবণাক্ত, ক্ষারধর্মী যে তরল যোগকলা জীবদেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়ে যোগাযোগ রক্ষা করে, তাকে রক্ত বলে।
রক্তের উপাদান (Composition of Blood): রক্তের প্রধান দুটি অংশ হল-1. রক্তরস (Plasma) এবং 2. রক্তকণিকা (corpuscles)। রক্তরস হল রক্তের ধাত্র অংশ এবং এটি থাকে 55%। অন্যদিকে রক্তকণিকা হল রক্তের কোশ উপাদান; যেটি থাকে 45%।
রক্তরস (Plasma):
রক্তের কোশীয় উপাদান বাদে হরিদ্রাভ, ক্ষারধর্মী ও তঞ্চনে সক্ষম সমগ্র তরলকে রক্তরস বা প্লাজমা বলে। রক্তরসে 90% জল এবং 10% কঠিন ও গ্যাসীয় পদার্থ থাকে। কঠিন পদার্থের মধ্যে 8% জৈব ও 1% অজৈব উপাদান থাকে। গ্যাসীয় উপাদান থাকে 1%।
জৈব উপাদান-
1. শর্করাঃ গ্লুকোজ, পেন্টোজ।
2. প্রোটিনঃ সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিউলিন () প্রোথ্রম্বিন ও ফাইব্রিনোজেন।
3. লিপিড- প্রশম ফ্যাট, কোলেস্টেরল, ফসফোলিপিড।
4. রঙ্গক- বিলিরুবিন, ক্যারোটিন, জ্যান্থোফাইলিন।
5. ক্ষরণ বস্তু- উৎসেচক, হরমোন।
6. প্রোটিন ছাড়া অন্য N2-যুক্ত যৌগ- ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়োটিন, ক্রিয়োটিনিন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন।
7. অন্যান্য- ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিবডি প্রভৃতি।
অজৈব উপাদানঃ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেসিইয়াম, লোহা, তামা, প্রভৃতির ক্লোরাইড, বাইকার্বনেট, ফসফেট, সালফেট প্রভৃতি।
গ্যাসীয় উপাদানঃ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন।
রক্তরসের কাজঃ
(i) গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন প্রভৃতি খাদ্যের পরিবহন ঘটায়।
(ii) O2 ও CO2 গ্যাসের পরিবহন ঘটায়।
(iii) হরমোন, উৎসেচক প্রভৃতি ক্ষরণবস্তুর পরিবহন ঘটায়।
(iv) ফাইব্রিনোজেন, পোথ্রম্বিন প্রভৃতি রক্ততঞ্চন ঘটায়।
(v) অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে।
(vi) রেচন বস্তু পরিবাহিত করে।
(vii) অনাক্রম্যতা রক্ষা করে।
(viii) রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
রক্তঃ
(A) রক্তরস (55%)-
(i) জল (90%)
(ii) কঠিন বস্তু (9%)-
(1) জৈব (8%): গ্লুকোজ, প্রোটিন, (অ্যালবুমিন, গ্লোবিউলিন, পোথ্রম্বিন, ফাইব্রিনোজেন) প্রশমিত ফ্যাট, উৎসেচক, হরমোন, ইউরিয়া, রঙ্গক প্রভৃতি
(2) অজৈব (1%): সোডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম প্রভৃতি।
(iii) গ্যাসীয় উপাদান (1%): O2 , CO2
(B) রক্তকণিকা (45%)-
(i) লোহিতকণিকা
(ii) শ্বেতকণিকাঃ
(1) গ্র্যানুলোসাইট- (a) নিউট্রোফিল (b) ইয়োসিনোফিল (c) বেসোফিল
(2) আগ্রানুলোসাইট- (a) লিম্ফোসাইট (b) মনোসাইট
(iii) অণুচক্রিকা
রক্তকণিকা (Corpuscles):
রক্তের কোশীয় উপাদানহুলিকে রক্তকণিকা বলে। রক্তে তিনপ্রকার রক্তকণিকা থাকে, যথা-1. লোহিতকণিকা 2. শ্বেতকণিকা ও 3. অণুচক্রিকা