পুষ্টিগঠন
পুষ্টি গঠন বা ট্রফিক স্ট্রাকচার (Trophic Structure) :
বাস্তুতন্ত্রে পুষ্টির প্রকৃতি অনুযায়ী উৎপাদক খাদকের সজ্জারীতিকে পুষ্টিগঠন বলে।
পুষ্টিস্তর বা খাদ্যস্তর বা ট্রফিক লেভেল (Trophic Level) :
বাস্তুতন্ত্রে পুষ্টির প্রকৃতি অনুযায়ী যে বিভিন্ন গোষ্ঠী থাকে, তাদের, অর্থাৎ পুষ্টি গঠনের প্রতিটি স্তরকে পুষ্টিস্তর বলে।
প্রধান পুষ্টিস্তর দুটি—(i) স্বভোজী ও (2) পরভোজী।