উদ্ভিদে পরিবহনের মাধ্যম
উদ্ভিদে পরিবহনের মাধ্যম (Medium of transportation in Plant)
উদ্ভিদে পরিবহনের একমাত্র মাধ্যম হল জল।
এই জলমাধ্যমে যে বস্তুগুলি পরিবাহিত হয় সেগুলি হল-
- (i) বিভিন্ন প্রকার খনিজ লবণ
- (ii) পাতায় উৎপন্ন গ্লুকোজ ও অন্যান্য জৈব উপাদান
- (iii) বর্জ্যবস্তু,
- (iv) হরমোন ইত্যাদি।