প্রাণীদের সংবহনের মাধ্যম
প্রাণীদের সংবহনের মাধ্যম (Medium of Circulation in Animals):
প্রাণীদের সংবহনের মাধ্যমে হল রক্ত, লসিকা ও জল।
- (i) জলসংবহন দেখা যায় কয়েকটি নিম্নশ্রেণির প্রাণীতে, যেমন-স্পঞ্জ, হাইড্রা, তারামাছ প্রভৃতি।
- (ii) রক্তসংবহন দেখা যায় বহু অমেরুদন্ডী ও সকল মেরুদন্ডী প্রাণীর দেহে।
- (iii) লসিকাসংবহন দেখা যায় কেবল মেরুদন্ডী প্রাণীদের দেহে।
প্রাণীদেহে জল, রক্ত ও লসিকার মাধ্যমে যে যে বস্তুগুলি সংবাহিত হয় সেগুলি হল-
- 1. সরল খাদ্যোপাদান-গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি।
- 2. ভিটামিন-ভিটামিন A, B, C,D।
- 3. খনিজ পদার্থ-ক্যালশিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ প্রভৃতি।
- 4. অক্সিজেন- প্রধানত অক্সিহিমোগ্লোবিনরূপে।
- 5. কার্বন ডাইঅক্সাইড-প্রধানত সোডিয়াম ও পটাশিয়াম বাইকার্বনেট
- 6. রেচন পদার্থ-ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি।
- 7. হরমোন-ইনসুলিন, অ্যাড্রিনালিন প্রভৃতি।
- 8. এছাড়া দেহে প্রবিষ্ট কোনো ঔষধ অথবা বিষাক্ত পদার্থ।