সাইটোকাইনিন
সাইটোকাইনিন (Cytokinin)
বীজের সস্য, ভাজককলা প্রভৃতি থেকে উৎপন্ন অ্যাডিনিন বর্গভুক্ত, নাইট্রোজেনধর্মী যে যে ক্ষারীয় পদার্থ উদ্ভিদের কোশবিভাজনে সহায়তা করে তাকে সাইটোকাইনিন বা ফাইটোকাইনিন বা কাইনেটিন বলে।
এর রাসায়নিক নাম ফুসফুরাইল অ্যামাইনো পিঊরিন।
উৎসস্থল (Site of Formation) :
ভীজের সস্য, ভাজককলা, অঙ্কুরিত বীজ, কচিপাতা প্রভৃতিতে উৎপন্ন হয়।
কাজ (Function) :
- (1) কোশবিভাজন ও দীর্ঘীকরণ : উদ্ভিদকোশের সাইটোপ্লাজোমের বিভাজন ঘটায় এবং কোশকে দীর্ঘ করে।
- (2) বার্ধক্য প্রাপ্তি (Senescence) বিলম্বকরণ : ক্লোরোফিল ও প্রোটিন বিনস্টকরণ বিল্মবিত করে উদ্ভিদের বার্ধক্যপ্রাপ্তি বিলম্বিত করে।
- (3) অঙ্গ পরিস্ফুটন : ভ্রুণের বৃদ্ধিসহ উদ্ভিদের বিভিন্ন অঙ্গের পরিস্ফুটন ঘটায়।
- (4) অঙ্কুরোদ্গম : বীজের সুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায়।
- (5) অগ্রমুকুলের বৃদ্ধি রোধ : অগ্রমুকুলে অবাধ বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়।
- (6) পত্ররন্ধ্র উন্মোচন : পত্ররন্ধ্র খুলতে সহায়তা করে।