জেনে রাখা ভালো
রাবার কী?
গৌণজলজপ্রাণী (যেমন— তিমি) ত্বকের নীচে তাপনিয়ন্ত্রণকারী যে পুরু চর্বির স্তর থাকে, তাকে রাবার বলে।
সক্রিয় উড্ডয়ন কী?
সক্রিয় ডানা সঞ্চালনের মাধ্যমে বায়ুতে ইচ্ছেমতো উড্ডয়নকে সক্রিয় উড্ডয়ন বা ফ্ল্যাপিং (Flapping) বলে। যেমন—পাখির বা বাদুড়ের খেচর গমন।
নিষ্ক্রিয় উড্ডয়ন কী?
ডানা মেলে ধরে বাতাসের স্রোতে ভেসে বেড়ানোর পদ্ধতিকে নিষ্ক্রিয় উড্ডয়ন বা গ্লাইডিং (Gliding) বলে। যেমন—বায়ুতে পাখির ভেসে থাকা বা কাঠবেড়ালির ভেসে থাকা।
প্যাটাজিয়াম (Patagium) কী ?
বাদুড়, চামচিকা প্রভৃতি প্রাণীর অগ্রপদ ও পশ্চাদ্পদের মাঝে পাতলা চামড়া বিস্তৃত হয়ে যে ডানার মতো অঙ্গ গঠিত হয় তাকে প্যাটাজিয়াম বলে।
পায়রার ওজন কমানোর জন্য অভিযোজনগুলি কী কী ?
- (1) অস্থিগুলি স্পঞ্জি ও ফাঁপা।
- (2) ৯টি বায়ুস্থলি উপস্থিত।
- (3) করোটির অস্থিগুলি পাতলা কাগজের মতো।
- (4) পাকস্থলি, দাঁত, পিত্তথলি, মূত্রথলি অনুপস্থিত।
- (5) স্ত্রী পায়রার ডান ডিম্বাশয় ও ডিম্বনালি এবং পুরুষ পায়রার শিশ্ন অনুপস্থিত।
মটরের কীরূপ অভিযোজন দেখা যায়?
- (1) মটরের যৌগপত্রের আগার কয়েকটি ফলক আকর্ষে পরিণত হয়ে আরোহণে সহায়তা করে।
- (2) কয়েকটি ফলক আকর্ষ পরিণত হওয়ায় সালোকসংশ্লেষের হার ঠিক রাখার জন্য বড়ো ফলকাকার উপপত্র থাকে।
- (3) নাইট্রোজেনের চাহিদাপূরণে সহায়তা করে মটরের মূলের অর্বুদে উপস্থিত রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া।