ক্যাকটাসের অভিযোজন
ক্যাকটাসের অভিযোজন (Adaptation of Cactus)
ক্যাকটাস একপ্রকারের জেরোফাইটিক বা জাঙ্গল উদ্ভিদ। ফণিমনসা, তেশিরামনসা মূলেনবেকিয়া প্রভৃতি বিভিন্ন ক্যাকটাসের ঊষর পরিবেশে বাস করার জন্য নিম্নলিখিত অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায়।
1. মূল (Root) :
- (i) ক্যাকটাসের মূলতন্ত্র সুগঠিত। মাটির অনেক গভীর থেকে জল সংগ্রহের জন্য এদের প্রধান মূলতন্ত্রের দৈর্ঘ্য ও শাখাপ্রশাখা বেশি।
- (ii) বৃষ্টির জল সহজে শোষণ করার জন্য কিছু মূলের শাখাপ্রশাখা মাটির অল্প নীচেই বিস্তারলাভ করে।
- (iii) মূলের কোশে গহ্বর থাকায় জলশোষণ ক্ষমতা খুব বেশি
- (iv) যান্ত্রিক কলা ও সংবহন কলা সুগঠিত।
2. কাণ্ড (Stem) :
- (i) ক্যাকটাসের কাণ্ডটি হল পর্ণকাণ্ড (Phylloclade)। পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ায় কাণ্ডটি সবুজ ও চ্যাপটা এবং সালোকসংশ্লেষে সক্ষম।
- (ii) আত্মরক্ষার জন্য কাণ্ডের বাইরে কাঁটা ও ভিতরে বিষাক্ত তরুক্ষীর থাকে।
- (iii) বাষ্পমোচন রোধ করার জন্য কাণ্ডের ওপর পুরু কিউটিকল, মোম ও রোম থাকে।
- (iv) মিউসিলেজ থাকায় কাণ্ডের কোশগুলি প্রচুর জল সঞ্জয় করে রাখতে পারে।
- (v) লিগনিনযুক্ত স্ক্লেরেনকাইমা কলা থাকায় বেশি তাপ সহ্য করতে পারে।
- (vi) সংবহন কলা ও যান্ত্রিক কলা সুগঠিত।
3. পাতা (Leaf) :
- (i) বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা খুব ক্ষুদ্র ও স্বল্প সংখ্যক হয় অথবা কাঁটায় রূপান্তরিত হয়।
- (ii) বাষ্পমোচন রোধ করার জন্য পাতা বা পত্রকণ্টকের ত্বক পুরু কিউটিকল যুক্ত হয় এবং মোমজাতীয় আবরণে ঢাকা থাকে।
- (iii) পত্ররন্ধ্রের সংখ্যা কম থাকে এবং এগুলি নিমজ্জিত (Sunken)।
- (iv) পত্ররন্ধ প্রধানত রাত্রে খোলা থাকার জন্য গাছ রাত্রেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে জৈব অ্যাসিড রূপে জমা রাখে।
ক্যাকটাসের কয়েকটি শারীরবৃত্তীয় অভিযোজন :
- 1. কাণ্ড পর্ণকাণ্ডে পরিণত হয়ে সালোকসংশ্লেষ, শ্বসন ও বাষ্পমোচন করে।
- 2. পত্ররন্ধ্র রাত্রিতে খোলা থাকায় কার্বন ডাইঅক্সাইড রাত্রেই গ্রহণ করে এবং জৈব অ্যাসিডরূপে জমা রাখে।
- 3. বাষ্পমোচন কমানোর জন্য পাতা কাঁটায় রূপান্তরিত হয় এবং মোম ও কিউটিকল-এর আবরণ থাকে।
- 4. জলশোষণ ক্ষমতা খুব বেশি।
- 5. জলসঞ্জয় ক্ষমতাও খুব বেশি।