মেন্ডেলীয় তত্বের ব্যাতিক্রম
মেন্ডেলীয় তত্ত্বের ব্যতিক্রম (Exceptions to Mendelian Principle)
1. অসম্পূর্ণ প্রকটতা বা মিশ্র উত্তরাধিকার (Incomplete dominance or Blending inheritance) :
যখন প্রকট জিনটি প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্যকে সম্পূর্ণভাবে অপ্রকাশিত রাখতে না পারায় উভয় বৈশিষ্ট্যের মিশ্র বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে ।
যেমন—সন্ধ্যামালতী (Mirabilis jalapa) গাছের লাল ফুলযুক্ত গাছের সাথে সাদা ফুলযুক্ত গাছের ইতরপরাগযোগে গোলাপি ফুলযুক্ত গাছ উৎপন্ন হয়।
2. লিংকেজ (Linkage) :
জীবের ক্রোমোজোমের চেয়ে জিনের সংখ্যা বেশি হওয়ায় একই ক্রোমোজোমে একাধিক জিন অবস্থান করে, যেগুলি এক বংশ থেকে অপর বংশে সঞ্চারিত হওয়ার সময় একসাথে থাকার যে প্রবণতা দেখা যায় তাকে লিংকেজ বলে। একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে লিংকড জিন বলে।
3. বহু অ্যালিলতা (Multiple allelism) :
যখন তিনটি বা তার বেশি অ্যালিলের যেকোনো একটি অ্যালিল ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে থেকে একটি নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তখন তাকে বহু অ্যালিলতা বলে। যেমন—মানুষের রক্তের ABO শ্রেণির জন্য চারটি অ্যালিল আছে।
কয়েকটি গুরুত্বপূর্ণ পার্থক্য
নং | প্রকট বৈশিষ্ট্য | প্রচ্ছন্ন বৈশিষ্ট্য |
---|---|---|
১ | হেটেরোজাইগাস জীবে প্রকট বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ ঘটে। | হেটেরোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ ঘটে না। সুপ্ত থাকে। |
২ | এটির কমপক্ষে একটি জিন থাকলেই প্রকাশিত হতে পারে। | এটির দুটি জিন একসাথে থাকলে তবেই প্রকাশিত হয়। |
নং | ফেনোটাইপ | জেনোটাইপ |
---|---|---|
১ | জীবের আকৃতিগত, আচরণগত বা অন্যান্য দৃষ্টিগোচর বাহ্যিক বৈশিষ্ট্য। | জীবের ক্রোমোজোমে অবস্থিত জিনগত অবস্থা যা বাইরে থেকে দেখা যায় না। |
২ | সহজেই দেখা যায় বলে ফেনোটাইপ বিশেষ পরীক্ষার দ্বারা নির্ণয় করতে হয় না। | অপত্য বংশধরদের ফেনোটাইপ বিশ্লেষণ করে জেনোটাইপ নির্ধারণ করা |
নং | হোমোজাইগাস জীব | হেটেরোজাইগাস জীব |
---|---|---|
১ | এদের একই ধরনের দুটি জিন উপস্থিত থাকে (দুটিই প্রকট বা দুটিই প্রচ্ছন্ন জিন)। | এদের ভিন্ন প্রকৃতির দুটি জিন উপস্থিত থাকে (একটি প্রকট ও একটি প্রচ্ছন্ন জিন)। |
২ | এদের অপত্য একই প্রকৃতির হয় অর্থাৎ এরা বিশুদ্ধ জেনোটাইপযুক্ত। | এদের অপত্য ভিন্ন প্রকৃতির হয় অর্থাৎ এরা মিশ্র জেনোটাইপযুক্ত। |