logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

জীবন বিজ্ঞান চর্চা

জীবন বিজ্ঞান

সালোকসংশ্লেষ

সংক্ষিপ্ত বিবরণ সালোকসংশ্লেষের বিক্রিয়া CO2 এর উৎস ও ভূমিকা জলের উৎস ও ভূমিকা ক্লোরোফিলের উৎস ও ভূমিকা সূর্যালোকের উৎস ও ভূমিকা সালোকসংশ্লেষের অন্যান্য উপাদান সালোকসংশ্লেষের স্থান সালোকসংশ্লেষের সময় ও পদ্ধতি আলোক দশা অন্ধকার দশা গ্লুকোজের পরিনতি সালোকসংশ্লেষের প্রভাবক সালোকসংশ্লেষের তাৎপর্য সালোকসংশ্লেষ ও শক্তিপ্রবাহ জেনে রাখা ভালো

শ্বসন

সংক্ষিপ্ত বিবরণ শ্বসনের স্থান ও সময় শ্বসনবস্তু ও শক্তি সবাত শ্বসন অবাত শ্বসন সন্ধান শ্বসন নিয়ন্ত্রক প্রভাবক উদ্ভিদের শ্বাসঅঙ্গ প্রাণীদের শ্বাসঅঙ্গ মানুষের শ্বাসকার্য প্রক্রিয়া শ্বসনের তাৎপর্য শ্বসনের কাজ জেনে রাখা ভালো

পুষ্টি

সংক্ষিপ্ত বিবরণ খাদ্য শর্করা প্রোটিন স্নেহপদার্থ বা চর্বি খনিজ লবণ ভিটামিন বা খাদ্যপ্রাণ ভিটামিন A ভিটামিন D ভিটামিন E ভিটামিন K ভিটামিন B কমপ্লেক্স ভিটামিন C পুষ্টিতে জলের ভূমিকা স্বভোজী উদ্ভিদের পুষ্টি পরভোজী উদ্ভিদের পুষ্টি উদ্ভিদের পুষ্টির অত্যাবশ্যকীয় মৌল উপাদান প্রাণীর পুষ্টি হলোজোয়িক পুষ্টি উৎসেচক বিপাক শক্তির চাহিদা ও সুষম খাদ্য জেনে রাখা ভালো

সংবহন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদের সংবহন প্রাণীর সংবহন জেনে রাখা ভালো

চলন ও গমন

সংক্ষিপ্ত বিবরণ
কয়েকটি প্রাণীর গমন পদ্ধতি
অ্যামিবা কেঁচো আরশোলা মাছ মানুষের দ্বিপদীগমন অন্যান্য প্রাণী
উদ্ভিদের চলন ও গমন
উদ্ভিদের চলন স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন আবিষ্ট সামগ্রিক চলন স্বতঃস্ফূর্ত বক্রচলন আবিষ্ট বক্রচলন জেনে রাখা ভালো

রেচন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদের রেচন উদ্ভিদের রেচন পদার্থ গঁদ রজন ট্যানিন তরুক্ষীর বান তৈল বা উদ্‌বায়ী তৈল জৈব অ্যাসিড ধাতব কেলাস উপক্ষার গ্লাইকোসাইড প্রাণীর রেচন প্রাণীর প্রধান রেচনঅঙ্গ মানুষের রেচন-অঙ্গ বৃক্ক ত্বক ফুসফুস যকৃৎ লালাগ্রন্থি অন্ত্র জেনে রাখা ভালো

স্নায়ুতন্ত্র

সংক্ষিপ্ত বিবরণ স্নায়ুতন্ত্রের বিবর্তন স্নায়ুতন্ত্রের উপাদান নিউরোন বা স্নায়ুকোশ নিউরোনের প্রকারভেদ নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের কার্যমূলক উপাদান স্নায়ুসন্নিধি বা সাইন্যাপস স্নায়ু স্নায়ুগ্রন্থি প্রতিবর্ত ক্রিয়া স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক সুষুম্নাকান্ড করোটিয় স্নায়ু সুষুম্নীয় স্নায়ু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র জেনে রাখা ভালো

জ্ঞানেন্দ্রিয়

সংক্ষিপ্ত বিবরণ চক্ষু বা দর্শনেন্দ্রিয় কর্ণ বা শ্রবণেন্দ্রিয় নাসিকা বা ঘ্রাণেন্দ্রিয় জিহ্বা বা স্বাদেন্দ্রিয় ত্বক বা স্পর্শেন্দ্রিয় জেনে রাখা ভালো

হরমোন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদ হরমোন অক্সিন জিব্বারেলিন সাইটোকাইনিন অক্সিন,জিব্বারেলিন ও সাইটোকাইনিনের পার্থক্য কৃষিকার্যে ও উদ্যানবিদ্যায় ব্যাবহারিক প্রয়োগ প্রাণী হরমোন অগ্রপিটুইটারি নিঃসৃত হরমোন ইনসুলিন থাইরক্সিন আড্রিনালিন বা এপিনেফ্রিন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন জেনে রাখা ভালো

কোশ ও কোশবিভাজন

সংক্ষিপ্ত বিবরণ ক্রোমোজোম ইউক্যারিয়োটিক ক্রোমোজোম অটোজোম, সেক্সক্রোমোজোম ও জিন কোশ বিভাজন কোশচক্র মাইটোসিস উদ্ভিদকোশে মাইটোসিস প্রাণীকোশে মাইটোসিস সাইটোকাইনেসিস জেনে রাখা ভালো

জনন ও বংশগতি

জনন অঙ্গজজনন অযৌনজনন যৌনজনন অপুংজনি জনুক্রম বংশগতি সুপ্রজননবিদ্যা এবং মেন্ডেল বংশগতিবিদ্যায় ব্যবহৃত তথ্য মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা বংশগতিসংক্রান্ত মেন্ডেলের সূত্র গিনিপিগে মেন্ডেলীয় বংশগতি মানুষের লিঙ্গ-নির্ধারণ মেন্ডেলীয় তত্বের ব্যাতিক্রম জেনে রাখা ভালো

অভিব্যাক্তি বা বিবর্তন

সংক্ষিপ্ত বিবরণ জৈব অভিব্যক্তির প্রমাণসমূহ অঙ্গসংস্থানিক ও শারীরস্থানিক প্রমাণ জীবাশ্মঘটিত প্রমাণ অভিব্যক্তির তত্বাবলি ল্যামার্কবাদ ডারউইন পরিব্যক্তিবাদ জেনে রাখা ভালো

অভিযোজন

সংক্ষিপ্ত বিবরণ অভিব্যক্তি ও অভিযোজনের সম্পর্ক উদ্ভিদের অভিযোজন পদ্মের অভিযোজন ক্যাকটাসের অভিযোজন সুন্দরীর অভিযোজন প্রাণীর অভিযোজন রুইমাছের অভিযোজন পায়রার অভিযোজন জেনে রাখা ভালো

ভাইরাস, অণুজীব, রোগ ও স্বাস্থ্য

ভাইরাস ভাইরাসের শ্রেণিবিভাগ ব্যাকটেরিয়োফাজ রোগসৃষ্টিকারী ভাইরাস ভাইরাসের সংক্রমণ পদ্ধতি অণুজীব ও তার প্রকারভেদ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা ব্যাকটেরিয়ার অপকারী ভূমিকা ছত্রাক প্রোটোজোয়া রোগ ও স্বাস্থ্যবিজ্ঞান বাহকের দ্বারা সৃষ্ট রোগ রক্ত সঞ্চারণের দ্বারা বাহিত রোগ সাধারণ বীজঘ্ন এর ব্যবহার অনাক্রমণ্যকরণ ও টিকাকরণ জেনে রাখা ভালো

পরিবেশ, বাস্তুতন্ত্র এবং সংরক্ষণ

পরিবেশ জৈব ভূরাসায়নিক চক্র অক্সিজেন চক্র কার্বন চক্র নাইট্রোজেন চক্র বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রের কার্যপদ্ধতি খাদ্যশৃঙ্খল খাদ্যজাল পুষ্টিগঠন বাস্তুসংস্থানগত পিরামিড বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ একটি পুকুরের বাস্তুতন্ত্র সংরক্ষণ জলসংরক্ষণ মৃত্তিকা সংরক্ষণ বনসংরক্ষণ বন্যজীবন সংরক্ষণ ব্যাঘ্র প্রকল্প অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত অরন্য বিলুপ্ত ও লুপ্তপ্রায় প্রাণী জেনে রাখা ভালো

সালোকসংশ্লেষের সংক্ষিপ্ত বিবরণ


সূচনা (Introduction) :

যে-কোনো ইঞ্জিন চলার জন্য দরকার কয়লা বা পেট্রল বা ডিজেল বা অন্য কিছু। সেরকম জীবের জীবনকে গতিময় রাখতে দরকার খাদ্যের। খাদ্যমধ্যস্থ শক্তির দ্বারাই জীবের বৃদ্ধি, রেচন, চলন , গমন, জনন প্রভৃতি জীবনপ্রক্রিয়াগুলি চালিত হয়। কেবলমাত্র ক্লোরফিলযুক্ত জীবে সূর্যোলোকের সহায়তায় খাদ্য তৈরি হয় তাকে বলে সালোকসংশ্লেষ এবং যে প্রকিয়ায় ওই খাদ্য ভেঙে শক্তি বের হয় তাকে বলে শ্বসন। সুতরাং সকল জীবের জীবনপ্রক্রিয়া চালানোর জন্য সালোকসংশ্লেষ ও শ্বসন অপরিহার্য।

সালোকসংশ্লেষ (Photosynthesis)

সালোকসংশ্লেস কথার অর্থ (Meaning of the term Photosynthesis)

সালোকসংশ্লেষ কথার অর্থ আলোকের উপস্থিতিতে কিছু তৈরি (স+ আলোক + সংশ্লেষ = সালোকসংশ্লেষ) । ইংরেজি Photosynthesis শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত ; গ্রিক শব্দ Photos (=আলো) এবং Synthesis (=সংশ্লেষ) । 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস (Barnes) প্রথম Photosynthesis কথাটি ব্যবহার করেন ।

আবিষ্কারের ইতিহাস (History of Discovery )

  • গ্রিক দার্শনিক অ্যারিস্টটল (Aristotle, 340 B.C.) মনে করতেন মাটি থেকে উদ্ভিদ খাদ্য সংগ্রহ করে ।
  • বিজ্ঞানী ভ্যান হেলমন্ট ( J. B. Van Helmont, 1648) উইলো (Willow) গাছ নিয়ে পরীক্ষা করে বলেন উদ্ভিদের বৃদ্ধি জলের দ্বারাই ঘটে ।
  • স্টিফেন হেলস (Stephen Hales, 1727) প্রথম বলেন সবুজ উদ্ভিদ পাতার মাধ্যমে বায়ু ও সূর্যালোকের দ্বারা খাদ্য তৈরি করে।
  • জোসেফ প্রিস্টল (Joseph Priestly, 1772) বলেন উদ্ভিদ O2 তৈরি করতে পারে। কারণ তিনি পরীক্ষা করে দেখেন একটি বদ্ধ বেলজারে সবুজ উদ্ভিদ থাকলে ইঁদুর বেঁচে থাকতে পারে।
  • জুলিয়াস রবার্ট মেয়ার (J.R. Mayer, 1845) প্রমান করেন উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিকে পরিণত করতে পারে।
  • ব্ল্যাকম্যান (Blackman, 1905) বলেন সালোকসংশ্লেষ আলোক বিক্রিয়া ও অন্ধকার (রাসায়নিক) বিক্রিয়ার যোগফল।
  • রবিন হিল (Rabin Hill, 1937) প্রমান করেন CO2-এর অনুপস্থিতেও উদ্ভিদে O2 উৎপন্ন হয়।
  • রুবেন ও কামেন (Samuel Ruben & Martin Kamen, 1941) তেজস্ক্রিয় অক্সিজেন ( O18 ) দিয়ে তৈরি জল প্রয়োগ করে প্রমাণ করেন সালোকসংশ্লেষে জল ভেঙেই O2 উৎপন্ন হয়।
  • কেলভিন, বেনসন অ ব্যাসাম (Calvin, Benson & Bassham, 1954-62) কার্বন আইসোটোপ ( C14 ) দিয়ে প্রমান করেন অন্ধকারদশায় কী কী রাসায়নিক বিক্রিয়া ঘটে।

সালোকসংশ্লেষের প্রধান বৈশিস্ট্য (Main features of Photosynthesis)

  • (i) সালোকসংশ্লেষের প্রক্রিয়াটি উদ্ভিদের সবুজ অংশে, প্রধানত পাতার মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টিডের মধ্যে ঘটে।
  • (ii) CO2 ও H2O এই প্রক্রিয়ায় কাঁচামালরূপে ব্যবহৃত হয় ।
  • (iii) এই প্রক্রিয়ায় জন্য শক্তির প্রয়োজন হয় এবং তা জোগান দেয় সূর্যালোক।
  • (iv) এই প্রক্রিয়াটি দিনের বেলায় ঘটে।
  • (v) ক্লোরোফিল সৌরশক্তিকে শোষণ করে রাসায়নিক শক্তিকে আবদ্ধ করতে পারে।
  • (vi) এটি একটি উপচিতি প্রক্রিয়া।
  • (vii) এই প্রক্রিয়ায় শর্করাজাতীয় খাদ্য (গ্লুকোজ) উৎপন্ন হয়।
  • (viii) এই প্রক্রিয়ায় উপজাত বস্তুরূপে O2 উৎপন্ন হয়।

সংজ্ঞা (Definition)

যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ কোশে সৌরশক্তির সাহায্যে ক্লোরোফিলের সক্রিয়তার পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় শর্করাজাতীয় খাদ্য (গ্লুকোজ) তৈরি হয় এবং উপজাত বস্তুরূপে অক্সিজেন ও জল উৎপন্ন হয় তাকে সালোকসংশ্লেষ বলে।