মাইটোসিস
মাইটোসিস (Mitosis)
সংজ্ঞা :
যে পদ্ধতিতে নিউক্লীয় পর্দা নষ্ট হয়ে ক্রোমোজোম দু-ভাগ হয়ে সমসংখ্যক ও সমগুণসম্পন্ন দুটি নিউক্লিয়াস গঠিত হয় তাকে মাইটোসিস বলে।
মাইটোসিস কোশবিভাজনের দুটি প্রধান পর্যায়, যথা-
- (a) ক্যারিয়োকাইনেসিস (Karyokinesis) বা নিউক্লিয়াসের বিভাজন
- (b) সাইটোকাইনেসিস (Cytokinesis) বা সাইটোপ্লাজমের বিভাজন।
কিন্তু কেবল ক্যারিয়োকাইনেসিসকেই মাইটোসিস আখ্যা দেওয়া হয়, তাই দেহকোশ বিভাজনকে মাইটোসিস না বলে মাইটোটিক কোশবিভাজন বলা হয়।