ব্যাঘ্র প্রকল্প
ব্যাঘ্র প্রকল্প (Tiger Project) :
সংজ্ঞা (Definition) :
বাঘের সংখ্যাহ্রাস রোধ করার জন্য স্বাভাবিক পরিবেশে বাঘকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে বাঘের উপযুক্ত পরিবেশ সৃষ্টির যে পরিকল্পনা, তাকেই ব্যাঘ্রপ্রকল্প বা টাইগার প্রোজেক্ট বলে।
বাঘের সংখ্যা হ্রাসের কারণ (Reason for Extinction of Tiger)
- 1. চোরাশিকারিরা বাঘ শিকার করায় বাঘের সংখ্যা হ্রাস পেয়েছে।
- 2. বনে বাঘের স্বাভাবিক খাদ্যের (হরিণ প্রভৃতি প্রাণী) অভাব ঘটায় বাঘের সংখ্যা হ্রাস পেয়েছে।
- 3. বনভূমি ধ্বংসের ফলে উপযুক্ত বাসস্থানের অভাব ঘটায় বাঘের সংখ্যা হ্রাস পেয়েছে।
- 4. বনভূমির মধ্যে বৃহৎ জলাশয়ের অভাব থাকায় বাঘের সংখ্যা হ্রাস পেয়েছে।
- 5. বিভিন্ন রোগের কারণে বাঘ মারা গিয়ে বাঘের সংখ্যা হ্রাস পেয়েছে।
- 6. প্রজননে ব্যাঘাত ঘটায় বাঘের সংখ্যা হ্রাস পেয়েছে।
ব্যাঘ্র সংরক্ষণের উপায় (Methods for Conservation of Tiger) :
1. বাসস্থান চিহ্নিতকরণ : নির্ভয়ে, নিভৃতে, বনভূমিতে বাঘের বসবাসের জন্য নির্দিষ্ট বনভূমিকে বাঘের বাসস্থান হিসাবে চিহ্নিত করতে হবে।
2. খাদ্যের ব্যবস্থা : বাঘের খাদ্য সম্পর্কে অবহিত হয়ে তার পছন্দমাফিক খাদ্য যাতে পায় তার ব্যবস্থা রাখতে হবে। এজন্য হরিণ, শূকর, সম্বর প্রভৃতি প্রাণীকে বনভূমিতে রাখা খুব প্রয়োজন।
3. পানীয় জল : বনভূমির মধ্যে সুপেয় জলের বড়ো বড়ো জলাশয় থাকা প্রয়োজন, যার থেকে বাঘ তার পানীয় জল গ্রহণ করতে পারে।
4. প্রজনন : বাঘের উপযুক্ত প্রজনন স্থলের ব্যবস্থা করা দরকার। এছাড়া কোনো নির্দিষ্ট বনভূমিতে পুরুষ ও স্ত্রী বাঘের সংখ্যা যথাযথ থাকার ব্যবস্থা করতে হবে।
5. বনভূমি গঠন : নতুন করে বনাঞ্চল সৃষ্টি করে বাঘের বাসস্থান বাড়ানো যায়।
6. চোরাশিকার বন্ধ : অবিলম্বে চোরাশিকার বন্ধ করা প্রয়োজন।
7. চিকিৎসা : বাঘের বিভিন্ন রোগের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
বাঘ সংরক্ষণের তাৎপর্য (Significance of Tiger Conservation) :
- 1. বাঘের উপযুক্ত বাসস্থান, খাদ্য প্রভৃতির ব্যবস্থা করে বাঘের অস্তিত্ব বজায় রাখা।
- 2. বনভূমির বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা।
- 3. বনের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করা।
- 4. সার্কাস, চিড়িয়াখানা প্রভৃতিতে বাঘ রেখে মানুষের চিত্তবিনোদনের ব্যবস্থা করা।
- 5. মৃত বাঘের চামড়া, নখ প্রভৃতি থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা।
- 6. বাঘ বিক্রয় ও বিনিময় করে বিদেশ থেকে বিরল প্রাণী আমদানি করা।