ক্লোরোফিলের উৎস ও ভূমিকা
ক্লোরোফিল (Cholorophyll)
ক্লোরোপ্লাস্টিডে উপস্থিত ক্লোরোফিল সালোকসংশ্লেষের প্রধান অভ্যন্তরীণ উপাদান। ক্লোরোফিল বিভিন্ন প্রকারের হয়, যথা–ক্লোরোফিল a, -b, -c, -d, ব্যাকটেরিয়া ক্লোরোফিল প্রভৃতি। সবুজ শৈবাল ও উন্নত সকল উদ্ভিদে ক্লোরোফিল a ও b থাকে। বাদামি শৈবালে ক্লোরোফিল b -এর পরিবর্তে c এবং লোহিত শৈবালে ক্লোরোফিল b-এর পরিবর্তে d থাকে। ব্যাকটেরিয়াতে ব্যাকটেরিক্লোরোফিল থাকে।
ক্লোরোফিল এর উপাদানগুলি হল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম। এটি চারটি পাইরল বলয় ও একটি ফাইটল শৃঙ্খল দ্বারা গঠিত।
ক্লোরোফিল সৌরশক্তিকে রাসায়নিক শক্তিকে আবদ্ধ করতে পারে। ক্লোরোফিল ছাড়া সকল উদ্ভিদে ক্যারোটিনয়েড (ক্যারোটিন ও জ্যান্থোফিল)এবং নীলাভসবুজ শৈবাল ও লোহিত শৈবালে ফাইকোবিলিন (ফাইকোসায়ানিন ও ফাইকোত্ররিথ্রিন) নামক আনুষঙ্গিক রঙ্গক সালোকসংশ্লেষে সহায়তা করে।
রঙ্গকের নাম | সংকেত | বর্ণ |
---|---|---|
ক্লোরোফিল-a | C55H72O5 N4Mg | নীলাভ-সবুজ |
ক্লোরোফিল-b | C55 H70O6 N4Mg | পীতাভ-সবুজ |
ক্যারোটিন | C40 H56 | কমলা |
জ্যান্থোফিল | C40 H56O2 | হলুদ |
ক্লোরোফিলের উৎস (Source of Chlorophyl) :
- (i) উন্নত উদ্ভিদে ক্লোরোফিলের প্রধান উৎস হল পাতার মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টিডের গ্রানার থাইলাকয়েডের কোয়ান্টোজোম কণা।
- (ii) শৈবালের সকল দেহকোশে এবং মসের ক্লোরোফিলাস টিসুর ক্লোরোপ্লাস্টিডে ক্লোরোফিল থাকে।
সালোকসংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা (Role of Chlorophyll in photosynthesis) :
- (i) ক্লরোফিল সূর্যালোকের ফোটন কণা (সৌরশক্তি) গ্রহণ করে রাসায়নিক শক্তিতে পরিণত করে। এর ফলে এক গ্রাম-অণু গ্লুকোজে 686 k cal তাপশক্তি স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হয়।
- (ii) ক্লোরোফিল জলকে ভেঙে হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন ও অক্সিজেনে পরিণত করে।