অপুংজনি
অপুংজনি (Parthenogenesis)
সংজ্ঞা (Definition) :
যে পদ্ধতিতে ডিম্বাণু পুং-গ্যামেটের দ্বারা নিষিক্ত না হয়েই পরিস্ফুরনের মাধ্যমে অপত্য পরিণত হয়, তাকে অপুংজনি বলে।
উদাহরণ (Example) :
A. প্রাকৃতিক হ্যাপ্লয়েড অপুংজনি দেখা যায় মিউকর, তামাক প্রভৃতি উদ্ভিদে ও মৌমাছি, বোলতা প্রভৃতি প্রাণীতে।
B. প্রাকৃতিক ডিপ্লয়েড অপুংজনি দেখা যায় ট্যারাক্সাকাম নামক উদ্ভিদ ও ডাফনিয়া নামক প্রাণীতে।
C. কৃত্রিম অপুংজনি ঘটানো সম্ভব হয়েছে তারামাছ, উভচর, শম্বুক প্রভৃতি প্রাণীতে ৷
গুরুত্ব ( Importance) :
(1) প্রাকৃতিক অপুংজনির মাধ্যমে পুরুষ মৌমাছি, বোলতা প্রভৃতি প্রাণীর সৃষ্টি হয়।
(2) ফিলোডিনা প্রাণীতে অনিষিক্ত ডিম্বাণু থেকে সর্বদা স্ত্রী প্রাণীর সৃষ্টি হয়। তাই পুরুষ ছাড়াই এদের জীবনচক্র ঘটতে পারে।
অযৌনজনন ও যৌনজননের পার্থক্য
নং | অযৌনজনন | যৌনজনন |
---|---|---|
১ | এই সরল প্রক্রিয়ায় একটি জীবের প্রয়োজন। | এই জটিল প্রক্রিয়ায় দুটি জীবের প্রয়োজন। |
২ | এই প্রক্রিয়ায় রেণু উৎপন্ন হয় কিন্তু গ্যামেট উৎপন্ন হয়ে তাদের মিলন হয় না। | এই প্রক্রিয়ায় গ্যামেট উৎপন্ন এবং দুটি গ্যামেটের মিলন হয়; কিন্তু রেণু উৎপন্ন হয় না। |
৩ | রেণু অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটিক জীব সৃষ্টি হয়। | গ্যামেটের মিলনে উৎপন্ন জাইগোট থেকে ডিপ্লয়েড স্পোরোফাইট উৎপন্ন হয়। |
৪ | একসাথে বহু জীব উৎপন্ন হয় এবং উৎপন্ন জীব দুর্বল ও অভিযোজনে অক্ষম। | কমসংখ্যক জীব উৎপন্ন হয় এবং উৎপন্ন জীব সবল ও অভিযোজনে সক্ষম। |
৫ | নতুন চারিত্রিক বৈশিষ্ট্য সংযোজিত হয় না। | নতুন বৈশিষ্ট্যের সংযোজনে অভিব্যক্তি ঘটে। |