ভাইরাসের শ্রেণিবিভাগ
ভাইরাসের শ্রেণিবিভাগ (Classification of Virus)
A. নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি অনুসারে ভাইরাস দু-প্রকারের,
যথা—
(1) গাইবোভাইরাস (RNA-যুক্ত ভাইরাস)।
উদাঃ—TMV, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, MS, প্রভৃতি ।
(2) ডি-অক্সিরাইবো ভাইরাস, (DNA-যুক্ত ভাইরাস)।
উদাঃ—কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, বসন্ত ভাইরাস, T2 ফাজ প্রভৃতি।
B. পোষক অনুসারে ভাইরাস তিনপ্রকারের,
যথা—
(1) উদ্ভিদ ভাইরাস (উদ্ভিদের দেহে বংশবিস্তার করে)।
উদাঃ—TMV, PMV প্রভৃতি।
(2) প্রাণী ভাইরাস (প্রাণীর দেহে বংশবিস্তার করে)।
উদাঃ—ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, পোলিও ভাইরাস প্রভৃতি।
(3) ব্যাকটেরিয়ো- ফাজ বা ফাজ ভাইরাস (ব্যকটেরিয়ার দেহে বংশবিস্তার করে)।
উদাঃ—T2 ফাজ, MS,T3 ফাজ প্রভৃতি।
এছাড়া মাইকোফাজ (ছত্রাকের দেহে বংশবিস্তার করে), সায়ানোফাজ (নীলাভ সবুজ শৈবাল দেহে বংশবিস্তার করে ) প্রভৃতি বিভাগও করা হয়েছে।