জেনে রাখা ভালো
ঘ্রাণসহিষ্ণুতা কাকে বলে ?
কোনো একটি গন্ধযুক্ত পদার্থের ঘ্রাণ বারবার অথবা বেশকিছু সময় ধরে গ্রহণ করলে ঘ্রাণগ্রাহক কোশগুলি ওই গন্ধের প্রতি অসংবেদী হওয়ায় তখন ওই গন্ধের উপলব্ধি পাওয়া যায় না, একে ঘ্রাণসহিষ্ণুতা বলে।
কনজাংটিভাইটিস কী ?
ঘর্ষণে বা জীবাণুর সংক্রমণে কনজাংটিভার প্রদাহকে কনজাংটিভাইটিস বলে।
নিউরোট্রান্সমিটার কী ?
যেসকল রাসায়নিক পদার্থ একটি নিউরোন থেকে ক্ষরিত হয়ে অপর নিউরোনে স্নায়ুপ্রবাহ প্রেরণ করে তাকে নিউরোট্রান্সমিটার বলে।
যেমন—অ্যাসিটাইল কোলিন ও নরঅ্যাড্রিনালিন প্রভৃতি ।
বিশেষ জ্ঞানেন্দ্রিয় কী?
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক ছাড়া প্রাণীর অন্য বিশেষ যে অঙ্গ জ্ঞানেন্দ্রিয়রূপে কাজ করে তাকে বিশেষ জ্ঞানেন্দ্রিয় বলে। যেমন—মাছের স্পর্শেন্দ্রিয়া রেখা।
প্রান্তসন্নিকর্ষ বিলম্বকাল কী ?
একটি নিউরোন থেকে অপর নিউরোনে স্নায়ুস্পন্দন প্রবাহিত হওয়ার সময় সাইন্যাপস অঞ্চলে যে অতিরিক্ত সময় প্রয়োজন হয় তাকে প্রান্তসন্নিকর্ষ বিলম্ব কাল বলে। এটি 0.5 মিলি সেকেন্ড।
সবচেয়ে বড়ো ও মোটা স্নায়ুর নাম কী ?
সায়াটিক স্নায়ু (Sciatic nerve) হল সবচেয়ে বড়ো ও মোটা স্নায়ু যেটি কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত বিস্তৃত।