পরিব্যক্তিবাদ
পরিব্যক্তিবাদ (Mutation Theory) :
হগো দ্য ভ্রিস (Hugo de Vries 1848-1935') নামে একজন ওলন্দাজ উদ্ভিদবিজ্ঞানী পরিব্যক্তিবাদ বা মিউটেশান তত্ত্ব-এর প্রবক্তা, তিনি সান্ধ্য প্রিমরোজ (Oenothera Lamarkiana) উদ্ভিদের ওপর পরীক্ষা করে দেখেন কিছু উদ্ভিদে আকস্মিক পরিবর্তন ঘটেছে; যাকে তিনি মিউটেশান আখ্যা দেন ।
হুগো দ্য ভ্রিস-এর মতে, জীবের মধ্যে আকস্মিকভাবে কিছু পরিবর্তন ঘটে এবং এই আকস্মিক পরিবর্তন বা মিউটেশান-এর বংশানুসরণ ঘটে নতুন প্রজাতির উদ্ভব ঘটে।
মিউটেশান বা পরিব্যক্তি (Mutation) :
ক্রোমোজোম বা জিনের আকস্মিক এবং স্থায়ী পরিবর্তনকে পরিব্যক্তি বা মিউটেশান বলে।
মিউট্যান্ট (Mutant) :
মিউটেশানের ফলে উৎপন্ন জীবকে মিউট্যান্ট বলে।