নিউরোগ্লিয়া
নিউরোগ্লিয়া (Neuroglia) :
স্নায়ুতন্ত্রে নিউরোন ছাড়া উদ্দীপনা গ্রহণে অক্ষম যেসকল বহু প্রবর্ধকযুক্ত, বিভাজনে সক্ষম কোশ থাকে তাকে নিউরোগ্লিয়া বলে। এগুলি স্নায়ুতন্ত্রের অন্তর্বর্তী কোশ বা ধারক কোশ। এদের সংখ্যা নিউরোনের সংখ্যার 10-50 গুণ।
এদের ভাগগুলি হল –
- (a) প্রান্তীয় স্নায়ুতন্ত্রে অবস্থিত নিউরিলেমা কোশ বা স্বোয়ান কোশ;
- (b) স্নায়ুগ্রন্থিতে অবস্থিত স্টেলেট বা নক্ষত্রকোশ এবং
- (c) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অবস্থিত মাইক্রোগ্লিয়া, অলিগোডেন্ড্রোগ্লিয়া, অ্যাস্ট্রোসাইট প্রভৃতি।
কাজ :
আগ্রাসন, মায়োলিন শীথ উৎপাদন, নিউরোনকে অন্তরিত করা প্রভৃতি।