সংরক্ষণ
সংজ্ঞা (Definition)
1980 খ্রিস্টাব্দে IUCN (Inrternational Union for conservation of Nature and Natural Resources)-এ সংরক্ষণের যে সর্বজনগ্রাহ্য সংজ্ঞাটি দেওয়া হয়েছে, সেটি হল -“সংরক্ষণ হল মনুষ্য ব্যহত জীবস্তরের প্রাকৃতিক সম্পদগুলির রক্ষণ, অপচয় প্রভৃতির পরিচালন ব্যবস্থা, যার দ্বারা ভবিষ্যৎ প্রজন্মের ইচ্ছা ও প্রয়োজন মেটানোর সর্বোত্তম দীর্ঘস্থায়ী উপযোগিতা পাওয়া যায়।”
সংরক্ষণের গুরত্ব (Importance of Conservation)
সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা উদ্দেশ্যগুলি হল-
- 1. অপচয় ও ক্ষয় রোধ করার জন্য প্রাকৃতিক সম্পদের বিজ্ঞানভিত্তিক ব্যবহার।
- 2. বাস্তুতন্ত্রকে স্বাভাবিক রাখার জন্য সকল জীবের স্বাভাবিক সমৃদ্ধি ও খাদ্য খাদকের সম্পর্ক বজায় রাখা।
- 3. প্রাকৃতিক সম্পদের পুনরাবর্তনের সুষ্ঠু ব্যবস্থা করা।
- 4. বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব রক্ষা করা।
- 5. জল, মাটি ও বায়ুকে দূষণমুক্ত রাখা।
- 6. মানবকল্যাণ ও অর্থনৈতিক বুনিয়াদ সুদৃঢ় করতে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ও পরিমিত ব্যবহার।
- 7. ভবিষ্যৎ জন্মের চাহিদা পূরণের ব্যবস্থা করা।
- ৪. মানুষকে নির্মল আনন্দ দানের ব্যবস্থা করা।
প্রাকৃতিক সম্পদের শ্রেণিবিভাগ :
পুনর্গঠনযোগ্য (Renewable) : যেসকল প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহারের ফলে শেষ হয় না, পুনরায় গঠিত হতে পারে। যেমন—ফসল, বন, মাটি, জল, বিভিন্ন উদ্ভিদ প্রানী।
পুনর্গঠন অযোগ্য (Non-renewable) : যেসকল প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলেই শেষ হয়ে যায়, পুনরায় গঠিত হতে পারে না। যেমন—কয়লা, খনিজ তৈল প্রাকৃতিক গ্যাস, খনিজ পদার্থ।
অপরিবর্তনীয় (Unalterable) : যেসকল প্রাকৃতিক সম্পদের বহুল ব্যবহারে ফলেও কোনো পরিবর্তন হয় না। যেমন—বৃহৎ জলাশয়, সমুদ্র, নদী, সূর্যালোক, নৈসর্গিক দৃশ্য।