জলের উৎস ও ভূমিকা
জল (Water) :
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জল কাঁচামাল রূপে ব্যবহৃত হয়। জলের হাইড্রোজেন গ্লুকোজ গঠনে অংশ নেয়। মাটির কৈশিক জল শোষিত হয়ে কান্ডের জাইলেমের মধ্য দিয়ে পাতার মেসোফিল কলায় পৌঁছোয় এবং সালোকসংশ্লেষে ব্যবহৃত হয়।
জলের উৎস (Source of Water) :
- (i) স্থলজ উদ্ভিদ মাটির কৈশিক জল মূলরোম দ্বারা শোষণ করে।
- (ii) জলজ উদ্ভিদ জলাশয়ের জল সমগ্র দেহতল দ্বারা শোষণ করে।
- (iii) পরাশ্রয়ী উদ্ভিদ বায়বীয় মূলের ভেলামেন দ্বারা বায়ুমণ্ডলের জলীয় বাষ্প শোষণ করে।
- (iv) এছাড়া উদ্ভিদের দেহে উৎপন্ন জলও (শ্বসন প্রভৃতি প্রক্রিয়ায়) সালোকসংশ্লেষে কাজে লাগে।
সালোকসংশ্লেষে জলের ভূমিকা (Role of Water in Photosynthesis) :
- (i) সালোকসংশ্লেষ প্রাক্রিয়া জল কাঁচামাল রূপে ব্যবহৃত হয়।
- (ii) গ্লুকোজ উৎপন্ন হওয়ায় জন্য যে হাইড্রোজেন প্রয়োজন তা জল ভেঙে উৎপন্ন হয়।
- (iii) ক্লোরোফিলের ইলেকট্রন ঘাটতি পূর্ন হয় জল ভেঙে ইলেকট্রন উৎপন্ন হয়ে।
- (iv) জল ভেঙেই সালোকসংশ্লেষে উপজাত পদার্থ রূপে অক্সিজেন উৎপন্ন হয় ।