সংক্ষিপ্ত বিবরণ
জ্ঞানেন্দ্রিয় কাকে বলে? (What is sense Organs)
পরিবেশের বিভিন্ন উদ্দীপনা (যেমন—চাপ, তাপ, আলো, শব্দ, স্পর্শ, প্রভৃতি) গ্রহণ করার জন্য নির্দিষ্ট গ্রাহক কোশ নির্দিষ্ট অঙ্গে বর্তমান। ওই অঙ্গগুলিই হল জ্ঞানেন্দ্রিয়।
বিভিন্ন প্রাণীর বিভিন্ন জ্ঞানেন্দ্রিয় থাকে।
যেমন—ইউগ্লিনার চক্ষুবিন্দু হাইড্রার কর্ষিকা, কেঁচোর ত্বক, আরশোলার পুঞ্জাক্ষি মাছের স্পর্শেন্দ্রিয়, বিড়ালের গোঁফ এবং মানুষের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক।
সংজ্ঞা :
প্রাণীদেহের যেসকল অঙ্গগুলি বহিঃ পরিবেশ থেকে অথবা দেহের ভিতরের থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে স্নায়ুর মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে, তাদের জ্ঞানেন্দ্রিয় বা সেন্স অরগ্যান বলে।