জনুক্রম
জনুক্রম (Alternation of Generations )
সংজ্ঞা (Definition) :
জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড (n) গ্যামেটোফাইটিক দশা বা যৌনদশা এবং ডিপ্লয়েড (2n) স্পোরোফাইটিক দশা বা অযৌনদশার চক্রাকার আবর্তনকে জনুক্রম বলে।
উদাহরণ (Examples) :
- (1) ফার্ন ও মস জাতীয় উদ্ভিদ এবং ওবেলিয়া ইত্যাদি প্রাণীতে সুস্পষ্ট জনুক্রম দেখা যায়। যেখানে দুটো দশাই সমান (ডিপ্লোবায়নটিক জনুক্রম)।
- (2) নিম্নশ্রেণির উদ্ভিদে হ্যাপ্লয়েড দশাই প্রধান এবং উন্নত উদ্ভিদ ও প্রাণীদের ডিপ্লয়েড দশাই প্রধান। এসকল ক্ষেত্রে একটি দশা খুবই স্বল্পস্থায়ী (হ্যাপ্লোবায়নটিক জনুক্রম)।