প্রাণীদের শ্বাসঅঙ্গ
প্রানীদের শ্বাসঅঙ্গ ( Respiratory organs in animals )
পরিবেশ প্রকৃতি ও দেহগঠন অনুসারে বিভিন্ন প্রানীর শ্বাসঅঙ্গ বিভিন্ন রকমের হয় । যথা—
1. দেহতল ( Body Surface) :
সকল এককোশী ও কিছু বহুকোশী প্রানীর দেহতল শ্বাস-অঙ্গরূপে কাজ করে। যেমন —
- (i) কোশপর্দার (Cell membrane) দ্বারা এককোশী অ্যামিবা, প্যারামিসিয়াম প্রভৃতি প্রানী ব্যাপন প্রক্রিয়ায় শ্বাসকার্য চালায় ।
- (ii) দেহপ্রাকার (Body wall) দ্বারা বহুকোশী হাইড্রা, স্পঞ্জ প্রভৃতি প্রানী ব্যাপন প্রক্রিয়ায় শ্বাসকার্য চালায় ।
2. ত্বক (Skin) :
কেঁচো, জোঁক প্রভৃতি প্রানী এবং শীতঘুমের সময় ব্যাং প্রভৃতি প্রানী সিক্ত ত্বকের দ্বারা শ্বাসকার্য চালায়।
3. শ্বাসনালি (Trachea) :
আরশোলা, ফড়িং, প্রজাপতি প্রভৃতি পতঙ্গের শ্বাস- হল শ্বাসনালি বা ট্রাকিয়া । শ্বাসনালি শাখাপ্রশাখাযুক্ত এবং শ্বাসছিদ্রের (Spiracle) মাধ্যমে দেহের বাইরে মুক্ত হয়।
4. ফুলকা (Gills) :
বিভিন্ন জলজ প্রানী যেমন — মাছ, চিড়িং, ঝিনুক, জলশামুক প্রভৃতির শ্বাস-অঙ্গ হল ফুলকা । ফুলকা রক্তবাহযুক্ত এবং প্লেটের মতো বা চ্যাপটা পাতের মতো। মাছের ফুলকা বহুপাতযুক্ত এবং চিরুনির মতো। ফুলকার দ্বারা জলে দ্রবীভূত বায়ু থেকে O2 গ্রহণ করতে পারে।
5. অতিরিক্ত শ্বাস-অঙ্গ ( Accessory respiratory organs) :
কই, মাগুর, শিঙি, শোল, ল্যাটা প্রভৃতি মাছের ফুলকা ছাড়াও বায়ু থেকে সরাসরি O2 গ্রহণ করতে পারে এরকম শ্বাস -অঙ্গ থাকে, একে অতিরিক্ত শ্বাস -অঙ্গ বলে । অতিরিক্ত শ্বাস-অঙ্গ বিভিন্ন আকৃতির হয়, যেমন— কই মাছের গোলাপ ফুলের মতো, মাগুর মাছের বৃক্ষাকৃতি বা কদম ফুলের মতো এবং শিঙি মাছের নলাকার।
6. ফুসফুস (Lungs) :
সকল উভচর (পূর্ণাঙ্গ অবস্থা) সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ীর শ্বাস -অঙ্গ হল একজোড়া ফুসফুসের ভেতর অসংখ্য বায়ুথলি (alveoli) থাকে। ফুসফুসগুলি ব্রঙ্কার নামক নালির দ্বারা ট্রাকিয়ার সাথে যুক্ত । ট্রাকিয়া গ্লটিসের দ্বারা গলবিলের সাথে যুক্ত। নাসাগলবিলটি অন্তঃনাসারন্ধ্র, নাসাপথ ও বহিঃনাসারন্ধ্রের মাধ্যমে বাইরের সাথে যুক্ত।
নং | শ্বাস-অঙ্গ | প্রানীর নাম |
---|---|---|
১ | দেহতল ( কোশপর্দা ) | অ্যামিবা প্যারামিসিয়াম। |
২ | দেহতল ( দেহপ্রাকার) | স্পঞ্জ, হাইড্রা। |
৩ | সিক্ত দেহত্বক | কেঁচো, জোঁক। |
৪ | শ্বাসনালি (Trachea) | আরশোলা, প্রাজাপতি, ফড়িং, মশা । |
৫ | শ্বাসছিদ্র ( Spiracle) | আরশোলা, প্রাজাপতি, ফড়িং, মশা । |
৬ | বইফুসফুস (Book-lung) | মাকড়সা,কাঁকড়াবিছা। |
৭ | জলফুসফুস ( Water-lung) | সমুদ্রশশা। |
৮ | বইফুলকা (Book gill) | চিড়িং, লিমুলাস। |
৯ | শ্বাসনালি ফুলকা (Tracheal gill) | মেফ্লাই, মশার লার্ভা। |
১০ | ফুলকা (Gill) | সকল অস্থিযুক্ত ও তরুণাস্থিযুক্ত মাছ, ঝিনুক । |
১১ | বহিঃফুলকা (External gill) | ব্যাঙাচি । |
১২ | ফুলকা এবং অতিরিক্ত শ্বাসযন্ত্র | মাগুর, কই, শিঙি, ল্যাটা। |
১৩ | পালমোনারি স্যাক (Pulmonary sac) | স্থলশামুক । |
১৪ | ফুসফুস (lungs) | পূর্নাজ্ঞ উভচর, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ী । |