জেনে রাখা ভালো
উদ্ভিদ ও প্রাণী সংবহনের পার্থক্যঃ-
নং | উদ্ভিদের সংবহন | প্রাণীর সংবহন |
---|---|---|
১ | উদ্ভিদের সংবহন চক্রাকার পথে হয় না। এটি মূল থেকে পাতায় (রসের উৎস্রোত) অথবা পাতা থেকে উদ্ভিদের বিভিন্ন অংশে (খাদ্যের পরিবহন) ঘটে। | প্রাণীদের সংবহন পথ চক্রাকার এবং এটি হৃৎপিন্ড থেকে সারাদেহ ঘুরে পুনরায় হৃৎপিন্ডে ঘটে। |
২ | উদ্ভিদের সংবহনের মাধ্যম জল এবং এদের পাম্পযন্ত্র নেই (রসের উৎস্রোতে মূলজ চাপ পাম্পের কাজ করে)। | প্রাণীদের সংবহনের মাধ্যম রক্ত ও লসিকা এবং এদের পাম্পযন্ত্র (হৃৎপিন্ড) আছে। |
৩ | এদের নির্দিষ্ট সংবহনতন্ত্র নেই। জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে সংবহন ঘটে। | এদের নির্দিষ্ট সংবহনতন্ত্র আছে, যার উপাদান হৃৎপিন্ড, ধমনি, শিরা, জালক, লসিকাবাহ। |
৪ | এটি প্রধানত দু-প্রকার-ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী সংবহন। | এটিও দু-প্রকার-রক্ত সংবহন ও লসিকা সংবহন। রক্তসংবহন আবার বদ্ধ ও মুক্ত দু-প্রকারের। |
হৃৎপিন্ডের ছন্দোবদ্ধতা (Rhythmicity) কী?
হৃৎপিন্ডের ছন্দনিয়ামক কলার (Pacemaker tissue) থেকে উৎপন্ন নিজস্ব স্পন্দনপ্রবাহের (impulse) দ্বারা হৃৎপেশি একটি নির্দিষ্ট তাল বা ছন্দে স্পন্দিত হয়, একে হৃৎপিন্ডের ছন্দোবদ্ধতা বলে।
হৃৎপিন্ডের সংযোগী বা পরিবহন কলা (Junctional or conducting tissue of heart) কী?
হৃৎপিন্ডের প্রাচীরে অবস্থিত বিশেষ ধরনের কিছু পেশিকলা হৃৎস্পন্দন সৃষ্টি ও পরিবহন করতে পারে। এদের সংযোগী বা পরিবহন কলা বলে। এটি S.A. নোড হিজের বান্ডিল, পারকিনজি তন্তু প্রভৃতি নিয়ে গঠিত।
SA নোড থেকে স্বতঃস্ফূর্তভাবে তৈরি উদ্দীপনা (মিনিটে 60-80 বার) হৃৎপিন্ডের সংকোচন ঘটায় বলে একে পেশমেকার বলে।
হৃৎপিন্ডের মধ্য দিয়ে একমুখী রক্তপ্রবাহের কারণ কী?
- (1) হৃৎপিন্ডের কপাটিকাগুলির উপস্থিতির ফলে হৃৎপিন্ডের অলিন্দের সংকোচনের সময় অলিন্দ-নিলয় কপাটিকা খুলে যায় এবং নিলয়ের সংকোচনের সময় এগুলি বন্ধ হয়ে অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলি খুলে যায়। ফলে রক্ত একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। এছাড়া-
- (2) ধমনির সংকোচন-প্রসারণ,
- (3) হৃৎপিন্ড ও রক্তজালকে চাপের পার্থক্য,
- (4) অস্থিপেশির সংকোচন চাপও রক্তের একমুখী প্রবাহে সহায়তা করে।
হৃদচক্র (Cardiac cycle) কী?
হৃদ্পিন্ডের প্রতিটি স্পন্দনে অলিন্দ ও নিলয়ের সংকোচন ও প্রসারণের যে চক্রাকার ঘটনাবলি ঘটে তাকে হৃদচক্র বলে। হৃদ্চক্রের সময়কাল 0.8 সেকেন্ড। এরমধ্যে অলিন্দের সংকোচন ও প্রসারণ যথাক্রমে 0.1 সেকেন্ড ও 0.7 সেকেন্ড এবং নিলয়ের সংকোচন ও প্রসারণ যথাক্রমে 0.3 সেকেন্ড ও 0.5 সেকেন্ড।
হৃদধ্বনি (Heart Sound) কী?
স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করলে হৃৎপিন্ডের যে শব্দ শোনা যায় তাকে হৃদ্ধ্বনি বলে। মোট চারটি শব্দ সৃষ্টি হয়-
- (1) প্রথম হৃদ্ধ্বনিঃ অলিন্দ-নিলয় কপাটিকাগুলি বন্ধ হওয়ার শব্দ (L-U-B-B)
- (2) দ্বিতীয় হৃদ্ধ্বনিঃ অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলি বন্ধ হওয়ার শব্দ (D-U-P)
- (3) তৃতীয় হৃদ্ধ্বনিঃ অলিন্দ-নিলয় কপাটিকা খোলার নিলয়ে রক্ত যাওয়ার শব্দ
- (4) চতুর্থ হৃদ্ধ্বনিঃ অলিন্দের সংকোচনের সময় নিলয়ের দিকে রক্ত যাওয়ার শব্দ।
হৃদ্ঘাত বা হৃদ্স্পন্দন (Heart beat) কী?
প্রতি হৃদ্চক্রের মাধ্যমে যে ছান্দিক গতিতে স্পন্দিত হয়, তাকে হৃদ্ঘাত বা হৃদ্স্পন্দন বলে, পূর্ণবয়স্কে এটি প্রতি মিনিটে 72 বার। পাঁচ বছরের শিশুর প্রতি মিনিটে 100 বার।
হার্দ উৎপাদ (Cardiac output) কী?
হৃৎপিন্ডের প্রতি সংকোচনে (নিলয়ের) প্রতিটি নিলয় যে পরিমাণ রক্ত ধমনিতে বের হয়, তাকে হার্দ উৎপাদ বলে। এটির পরিমাণ প্রতি সংকোচনে 70 ml (স্ট্রোক ভলিউম) এবং মিনিটে 5 লিটার (মিনিট ভলিউম)
ECG (Electro-Cardigram) কী?
প্রতি হৃৎচক্রে হৃৎপিন্ডের যে তড়িৎবিভবের পরিবর্তন ঘটে তাকে যান্ত্রিক উপায়ে লিপিবদ্ধ করে যে লেখচিত্র পাওয়া যায় তাকে ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ECG বলে।
হৃৎপিন্ডের কয়েকটি রোগঃ
- হার্ট অ্যাটাক (Heart attack): হৃদ্পেশির নির্দিষ্ট স্থানে রক্তসংবহন না হওয়ায় ফলে যে রোগ হয়।
- হার্ট ব্লক (Heart block): হৃৎপিন্ডে উদ্দীপনা সংবহনের ত্রুটির ফলে যে রোগ হয়।
- ব্র্যাডিকার্ডিয়াঃ হৃদস্পন্দনের হার 60-এর কম হলে যে রোগ হয়।
- মিট্রাল স্টেনোসিসঃ মিট্রাল কপাটিকার পত্রদুটির সংযুক্তির জন্য যে রোগ হয়।
কর্ডি টেনডিনির (Chordae tendineae) কাজ কী?
দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা যাতে অলিন্দের দিকে খুলে না যায় তার জন্য প্যাপিলারি পেশির সাথে উক্ত কপাটিকাগুলিকে আটকে রাখা।