অগ্রপিটুইটারি নিঃসৃত হরমোন
অগ্রপিটুইটারি নিঃসৃত হরমোন (Hormones secreted from Anterior Pituitary)
পিটুইটারি গ্রন্থির তিনটি খন্ড — অগ্র, মধ্য ও পশ্চা্দ।
মানুষের ক্ষেত্রে মধ্যখন্ডটি লুপ্তপ্রায়। পশ্চাদ্খণ্ড থেকে নিঃসৃত হরমোন অক্সিটোসিন ও ভেসোপ্রাসিন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে উৎপন্ন হয়ে পশ্চাদ্খণ্ডে জমা থাকে। অগ্রখণ্ড থেকে উৎপন্ন হরমোনগুলির নাম ও কাজ নিম্নে বর্ণনা করা হল।
1. সোমাটোট্রফিক হরমোন (Somatotrophic Hormone or STH) বা বৃদ্ধি হরমোন (Growth Hormone or GH) :
ক্ষরণস্থান :
- অগ্র পিটুইটারির অ্যাসিডোফিল কোশ বা আলফা কোশ ।
কাজ :
- (1) বৃদ্ধি নিয়ন্ত্রণ : অস্থি, পেশি, তরুণাস্থি, যোগকলা, যকৃৎ, বৃক্ক প্রভৃতির বৃদ্ধি ঘটায় ।
- (2) বিপাক নিয়ন্ত্রণ : প্রোটিন সংশ্লেষ ঘটায়, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়,সঞ্চিত ফ্যাট কমায়, খনিজ লবণের বিশোষণ ঘটায়।
কম বয়সে এই হরমোনের স্বল্পক্ষরণে বামনত্ব (Dwarfism) এবং বেশি ক্ষরণে অতিকায়ত্ব (Giganrism) রোগ হয়। বেশি বয়সে বেশি ক্ষরণে অ্যাক্রোমেগালি (Acromegaly )রোগ হয়।
2. থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (Thyroid Stimulating Hormone or TSH) :
ক্ষরণ স্থান :
- অগ্রপিটুইটারির বেসোফিল কোশ বা বিটাকোশ।
কাজ :
- (i) থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।
- (ii) থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
এই হরমোনের কম ক্ষরণে থাইরক্সিন ক্ষরণ কমে যায় এবং বেশি ক্ষরণে গলগণ্ড (Goiter) হয়।
3. অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন (Adrenocorticotrophic Hormone or ACTH) :
ক্ষরণস্থান :
- অগ্রপিটুইটারির বেসোফিল কোশ বা বিটাকোশ।
কাজ :
- (i) অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের (জোনা ফ্যাসিকুলেটা ও জোনা রেটিকুলারিস অঞ্চলের) বৃদ্ধি ঘটায়।
- (ii) অ্যাড্রিনাল কর্টেক্স থেকে গ্লুকোকর্টিফয়েড ও যৌনস্টেরয়েড হরমোনগুলির ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
- (iii) মেলানিন তৈরিতে সহায়তা করে। এর কম ক্ষরণে অ্যাডিসন বর্ণিত রোগ এবং বেশি ক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয়।
4. গোনাডোট্রফিক হরমোন (Gonadotrophic Hormone or GTH ) :
ক্ষরণ- স্থান :
অগ্রপিটুইটারির অ্যাসিডোফিল কোশ বা আলফা কোশ থেকে LTH এবং বেসোফিল কোশ বা বিটা কোশ থেকে FSH, LH ও ICSH ক্ষরিত হয়।
যেসকল হরমোন গোনাড (ডিম্বাশয়, শুক্রাশয়)-এর বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে তাদের একসাথে GTH বলে। সেগুলি নিম্নরূপ-
(a) ফলিকল স্টিমুলেটিং হরমোন (Follicle Stimulating Hormone or FSH) :
কাজ :
(i) স্ত্রীদেহে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকলের (ডিম্বথলির) বৃদ্ধি ঘটায়। ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল্ থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
(b) লিউটিনাইজিং হরমোন (Lutinizing Hormone or LH) :
কাজ :
- (i) স্ত্রীদেহে ডিম্বাশয়ের করপাস লিউটিয়াম বা পীতগ্রন্থি গঠনে সহায়তা করে।
- (ii) করপাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
(c) ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন (Interstitial Cell Stimulating Hormone or ICSH) :
LH হরমোনকেই পুংদেহে ICSH বলে।
কাজ :
পুংদেহে শুক্রাশয়ের লেডিগের আন্তরকোশকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
(d) লিউটিয়োট্রফিক হরমোন (Luteotrophic Hormone or LTH) বা প্রোল্যাটিন (Prolactin) :
কাজ :
মাতৃস্তন দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে।