বংশগতিবিদ্যায় ব্যবহৃত তথ্য
বংশগতিবিদ্যায় ব্যবহৃত কয়েকটি তথ্য
1. লোকাস (Locus) :
এক-একটি জিন ক্রোমোজোমের এক-একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে, ওই স্থানটিকে লোকাস বলে।
2. অ্যালিল বা অ্যালিলোমর্ফ (Allele of Allelomorph) :
প্রতিটি প্রজাতির সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনজোড়ার প্রতিটিকে অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে। যেমন—মটরগাছের দীর্ঘ ও খর্ব হওয়ার জিন পরস্পর অ্যালিল। কিন্তু কোনো মটরগাছে দুটিই দীর্ঘ হওয়ার বা দুটিই খর্ব হওয়ার বা একটি দীর্ঘও একটি খর্ব হওয়ার জিন থাকতে পারে।
3. প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য (Dominant and Recessive character) :
যখন কোনো জীবে বিপরীত বৈশিষ্ট্যের উভয় অ্যালিল বা জিন বর্তমান থাকে তখন একটি জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাকে প্রকট বৈশিষ্ট্য বলে এবং অপর জিনটির বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় থাকে, তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। যেমন—মটরগাছে দীর্ঘ ও ধর্ব উভয়ের জিন (T ও t) বর্তমান থাকলে সে গাছটির দীর্ঘ বৈশিষ্ট্য প্রকাশিত হয় এবং ধর্ব বৈশিষ্ট্য প্রচ্ছন্ন থাকে।
4. ফোনোটাইপ ও জেনোটাইপ (Phenotype and Genotype) :
জীবের জিনের বাহ্যিক প্রকাশিত দৃষ্টিগোচর বৈশিষ্ট্যগুলিকে ফেনোটাইপ বলে। অপরপক্ষে, জীবের ক্রোমোজোমে অবস্থিত নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনসমষ্টিকে জেনোটাইপ বলে। যেমন—কোনো মটরগাছের ফেনোটাইপ দীর্ঘ অথবা খর্ব হতে পারে। কিন্তু দীর্ঘ উদ্ভিদটির জেনোটাইপ ‘TT’ অথবা ‘Tt’ হয় এবং খর্ব উদ্ভিদটির জেনোটাইপ ‘tt’ হয়।
5. বিশুদ্ধ বা খাঁটি এবং সংকর (Pure and Hybrid ):
যেসকল জীবের বংশানুক্রমে বৈশিষ্ট্যগুলি একই থেকে যায় অর্থাৎ যাদের একপ্রকার জিন বর্তমান, তাদের বিশুদ্ধ জীব বলে। অপরপক্ষে, যেসকল জীবের বংশানুক্রমে বৈশিষ্ট্যগুলি একই থাকে না, অর্থাৎ যাদের বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উভয় জিন বর্তমান, তাদের সংকর বলে। যেমন—বিশুদ্ধ দীর্ঘ (TT), বিশুদ্ধ খর্ব (tt) ও সংকর দীর্ঘ (Tt) মটরগাছ।
6. সংকরায়ণ (Hybridization) :
একই প্রজাতির অথবা ভিন্ন প্রজাতির বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটো জীবের মিলন ঘটিয়ে সংকর জীবসৃষ্টির পদ্ধতিকে সংকরায়ণ বলে।
7. জনু (Generation):
সংকরায়ণ পরীক্ষায় যে দুটি জীবের মধ্যে সংকরায়ণ ঘটানো হয় তাদের জনিতৃ জনু (Parental generation) বা ‘P” জনু বলে। জনিতৃ জনু থেকে উৎপন্ন অপত্যকে প্রথম অপত্য জনু (First filial generation) বা F1-জনু বলে। F1 জনুতে উৎপন্ন জীবের থেকে উৎপন্ন অপত্যকে দ্বিতীয় অপত্য জনু (Second filial geneation) বা F1-জনু বলে।
৪. হোমোজাইগাস ও হেটোরোজাইগাস (Homozygous and Heterozygous) :
যে জীবে নির্দিষ্ট জিনজোড়াতে একইরকম অ্যালিল থাকে তাকে হোমোজাইগাস জীব বলে। যেমন ‘T’ বা ‘tt’ জিনযুক্ত জীব। আবার, যে জীবে নির্দিষ্ট জিনজোড়াতে বিপরীতধর্মী অ্যালিল থাকে তাকে হেটেরোজাইগাস জীব বলে। যেমন—‘Tt’ জিনযুক্ত জীব। বিশুদ্ধ ও হোমোজাইগাস জীব একইপ্রকার এবং সংকর ও হেটেরোজাইগাস জীব একইপ্রকার।