মৃত্তিকা সংরক্ষণ
মৃত্তিকা সংরক্ষণ (Soil Conservation)
মৃত্তিকা সংরক্ষণের প্রয়োজনীয়তা (Necessity of Soil Conservation)
- (1) চাষ-আবাদের জন্য মৃত্তিকার উর্বরতা শক্তি ধরে রাখা ও ভূমিক্ষয় রোধ করা।
- (2) বাসগৃহ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের জন্য ভূমিক্ষয় রোধ করা।
- (3) নদী বা জলাশয়ে জল ধরে রাখার জন্য ভূমিক্ষয় রোধ করা।
- (4) অরণ্য সম্পদ সৃষ্টির জন্য ভূমিক্ষয় করা।
- (5) রাস্তাঘাট, ব্রিজ ও অন্যান্য নির্মাণকে টিকিয়ে রাখার জন্য ভূমিক্ষয় রোধ করা।
- (6) বন্যা রোধ করার জন্য ভূমিক্ষয় রোধ করা।
- (7) মৃৎশিল্পের জন্য নির্দিষ্ট মৃত্তিকার জোগান, প্রভৃতির জন্য মৃত্তিকা সংরক্ষণ প্রয়োজন।
মৃত্তিকা সংরক্ষণের উপায় (Ways of Soil Conservation) :
A. মৃত্তিকার উর্বরতা শক্তি পুনরুদ্ধার-এর মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ :
(1) ফসল আবর্তন (Crop rotation) : কোনো জমিতে একই ফসল বার বার না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করলে জমির উর্বরতা বাড়ে। বিশেষ করে একবার ডাল জাতীয় উদ্ভিদ বা চিনে বাদাম চাষ করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে।
(2) জৈব ও অজৈব সার প্রয়োগ : (i) উদ্ভিদের বিভিন্ন অংশ ও জৈব আবর্জনা গোবর প্রভৃতি পচিয়ে জৈবসাররূপে মাটিতে ব্যবহার করা যায়। এছাড়া কম্পোস্ট সার (প্রাণীজ ও উদ্ভিদ জৈব পদার্থের মিশ্রণ), সবুজ সার (শিম্বগোত্রীয় উদ্ভিদের চাষ করে ছোটো অবস্থায় মাটিতে মিশিয়ে দেওয়া), জীবাণু সার (অ্যাজোটোব্যাকটর) প্রভৃতিও ব্যবহার করা যায়। (ii) কৃত্রিম উপায়ে তৈরি রাসায়নিক সারও (ইউরিয়া, DAP প্রভৃতি) ব্যবহার করা হয় জমির উর্বরতা বৃদ্ধির জন্য।
(3) ঝুম (Jhoom) চাষ : পাহাড়ি এলাকায় ক্রমপর্যায়ে নতুন বনভূমি পরিষ্কার করে চাষ করা ও পুরোনো জমিতে বনভূমি সৃষ্টির মাধ্যমে জমির উর্বরতা বাড়ানো—একেই ঝুম চাষ বলে। এরকম পদ্ধতি অন্যস্থানেও ব্যবহার করা যায়।
B. মৃত্তিকার ক্ষয়রোধ-এর মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ :
(1) সোপান (Terraces) : ঢালু পার্বত্য জমিতে ধাপ কেটে চাষ করলে ভূমিক্ষয় রোধ করা যায় ।
(2) উদ্ভিদ স্থাপন : উন্মুক্ত স্থানে এবং নদীতীর ও সমুদ্র উপকূলে ঘাস, গুল্ম, বা বৃক্ষজাতীয় বিভিন্ন উদ্ভিদ স্থাপনের মাধ্যমে অনেকটাই ভূমিক্ষয় রোধ করা যায়।
(3) আল বা বাঁধ দেওয়া : জমিতে আল দিয়ে এবং নদী, খাল প্রভৃতির তীরে ও সমুদ্রের উপকূলে বাঁধ দিয়ে ভূমিক্ষয় রোধ করা যায়।
(4) সঠিক চাষ পদ্ধতি : ঢালের সাথে লম্বভাবে ভূমি কর্ষণ ও শস্যের সারি দিয়ে ভূমিক্ষয় রোধ করা যায়।
(5) বন্যা নিয়ন্ত্রণ : বিভিন্ন উপায়ে বন্যা নিয়ন্ত্রণের মাধ্যমে ভূমিক্ষয় বন্ধ করা যায়।