জৈব অভিব্যক্তির প্রমাণসমূহ
জৈব অভিব্যক্তির প্রমাণসমূহ :
বহুকোটি বছর যাবৎ আদি সরল জীব থেকে কীভাবে বর্তমানের জটিল জীবের সৃষ্টি হল সে সম্পর্কে আধুনিক বিজ্ঞানীরা বহু সাক্ষ্য প্রমাণ রেখেছেন।
যেমন—
- (1) অঙ্গসংস্থানিক ও শারীরস্থানিক প্রমাণ।
- (2) জীবাশ্মঘটিত প্রমাণ।
- (3) ভ্রূণতত্ত্বঘটিত প্রমাণ।
- (4) শারীরবৃত্তীয় প্রমাণ প্রভৃতি।
এর মধ্যে প্রথম দুটি শ্রেণি সম্পর্কে আলোচনা করা হল ।