জেনে রাখা ভালো
সুপ্রজনন বিদ্যার প্রয়োগ :
মানবকল্যাণে সুপ্রজননবিদ্যার বহুল প্রয়োগ হয়েছে। এর ফলে কৃত্রিম উপায়ে প্রজনন ঘটিয়ে উচ্চফলনশীল, রোগ প্রতিরোধে সক্ষম, প্রতিকূল পরিবেশে সহিষ্ণু ও স্বল্প সময়ে উৎপাদিত হয় এমন বিভিন্ন ভ্যারাইটির উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টি সম্ভব হয়েছে।
উদাহরণ—
- (1) IR-8, IR-36 প্রভৃতি ধান;
- (2) সফেদলারমা, গিরিজা প্রভৃতি গম,
- (3) জার্সি-সাহিওয়াল, ভাগলপুরী প্রভৃতি গরু;
- (4) রোড-আইল্যান্ড, অস্ট্রালর্প প্রভৃতি মুরগি।
মানুষের কয়েকটি বংশগত রোগ :
হিমোফিলিয়া, বর্ণান্ধতা, ডায়াবেটিস, টাকপড়া, রাতকানা, থ্যালাসেমিয়া প্রভৃতি।
লিঙ্গসংযোজিত জিন (Sex-linked genes) :
যৌন ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে লিঙ্গ সংযোজিত জিন বলে। ‘X’- ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে X-লিংকড জিন এবং ‘Y’-ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে Y লিংকড জিন বা হল্যান্ড্রিক জিন বলে। X-লিংকড জিনের উদাহরণ হল হিমোফিলিয়া, বর্ণান্ধতা প্রভৃতি। Y-লিংকড জিনের উদাহরণ হল পুরুষের কর্ণছত্রে চুলের অবস্থান।
জিন থেরাপি :
যে জটিল চিকিৎসাপদ্ধতির দ্বারা মানুষের কোশের ত্রুটিপূর্ণ জিনকে বাদ দিয়ে ত্রুটিহীন জিন পুনঃস্থাপন করা হয় তাকে জিন থেরাপি বলা হয়।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং :
কৃত্রিমভাবে কোনো জীবের জিনের পরিবর্তন, সংযোজন প্রভৃতি ঘটিয়ে নতুন জিনগত সজ্জা সৃষ্টির পদ্ধতিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।
টেস্ট ক্রস :
কোনো প্রকট বৈশিষ্ট্যের ফেনোটাইপযুক্ত জীবের জেনোটাইপ নির্ধারণের জন্য তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবের সাথে সংকরায়ণকে বলে টেস্ট ক্রস।
জিন পুল :
(Gene pool) প্রতিটি প্রজাতির সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনসমষ্টিকে জিনপুল বলে।
টাইগন :
বাঘ ও সিংহের সংকরায়ণে সৃষ্ট জীবকে টাইগন বলে।