উদ্ভিদকোশে মাইটোসিস
উদ্ভিদকোশে মাইটোসিস (Mitosis in Plants)
ক্যারিয়োকাইনোসিস বা মাইটোসিস একটি অবিচ্ছিন্ন ঘটনাপ্রবাহ। তবুও বর্ণনার সুবিধার চারটি দশায় বিভক্ত করা হয়। দশাগুলি হল—প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ওটেলোফেজ।
A. প্রোফেজ (Prophase) :
- (1) নিউক্লিয়াসের ক্রোমাটিন সূত্রগুলি জল বিয়োজন বা ডিহাইড্রেশন (Dehydration)-এর ফলে স্পষ্ট হয়।
- (2) নিউক্লীয় জালিকাগুলি পরস্পরের থেকে খুলে যায় এবং নির্দিষ্ট কয়েক জোড়া ক্রোমোজোমে পরিণত হয়।
- (3) প্রতিটি ক্রোমোজোমে লম্বালম্বিভাবে দুটি করে ক্রোমাটিড থাকে। যারা পৃথকভাবে স্প্রিং-এর মতো প্যাঁচাতে থাকে (স্পাইরালাইজেশন) এবং উভয়ের মধ্যে পাক খেতে থাকে (প্লেক্টোনেমিক কয়েলিং)।
- (4) এইভাবে ক্রোমোজোমগুলি পেঁচিয়ে বা পাক খেয়ে মোটা ও ছোটো হয় (কনডেনসেশন্)।
- (5) প্রোফোজের প্রথম অবস্থায় নিউক্লিয়োলাস ও নিউক্লীয় পর্দা স্পষ্ট থাকলেও এই দশার শেষের দিকে নিউক্লিয়োলাস ও নিউক্লীয় পর্দা ধীরে ধীরে অদৃশ্য হয়ে থাকে।
- (6) উদ্ভিদকোশে সেন্ট্রোজোম না থাকলেও সাইটোপ্লাজম-এর মাইক্রোটিউবিউল থেকে বেমতন্তু তৈরি হয়ে মাকু-আকৃতির বেম (Spindle) গঠিত হয়।
B. মেটাফেজ (Metaphase) :
- (1) নিউক্লীয় পর্দা ও নিউক্লিয়োলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়।
- (2) মাকু-আকৃতির বেমের মাঝামাঝি অঞ্চলে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে (Equatorial plane) একটি তলে ক্রোমোজোমগুলি সজ্জিত থাকে (মেটাকাইনেসিস) এবং মেটাফেজ প্লেট বা নিরক্ষীয় প্লেট গঠন করে।
- (3) বেমে প্রধান দু-প্রকার তত্ত্ব থাকে। যে তন্তু উভয় মেরু থেকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত, তাকে ক্রোমোজোমাল তন্তু (Chromosomal fibre) এবং যে তন্তু দুই মেরুর সাথে যুক্ত তাকে অবিচ্ছিন্ন তন্তু (Continuous fibre) বলে। [এই তন্তুগুলি প্রকৃতপক্ষে এক মেরু থেকে বিষুব অঞ্চল অতিক্রম করে কিছুটা বিস্তৃত।]
- (4) উদ্ভিদকোশে ক্রোমোজোমগুলি মেটাফেজ প্লেটে অবিন্যস্ত থাকে অথবা সকল ক্রোমোজোম পরিধির দিকে থাকে।
- (5) ক্রোমোজোমগুলির প্রতিটি ক্রোমাটিড আরও প্যাঁচাতে থাকে এবং ক্রোমোজোম এই দশায় সবচেয়ে স্থূল ও ছোটো হয়। কিন্তু উভয় ক্রোমোটিডের মধ্যে প্যাঁচ খুলে পৃথক হয়ে যায় এবং কেবল সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত থাকে।
- (6) এই দশার শেষের দিকে সেন্ট্রোমিয়ারটি দু-ভাগে হয় কিন্তু একটি সাধারণ আবরণে আবৃত থাকে।
C.অ্যানাফেজ (Anaphase) :
- (1) সেন্ট্রোমিয়ারটি দু-ভাগ হয়ে প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিডদুটি সম্পূর্ণ পৃথক হয়ে যায়। তখন প্রত্যেকটি ক্রোমাটিডকে পৃথক ক্রোমোজোম বলা হয় যার একটি করে ক্রোমাটিড থাকে।
- (2) অপত্য ক্রোমোজোমদুটি দুই মেরুর দিকে চলন ঘটে। একে অ্যানাফেজ চলন বা ক্রোমোজোমীয় চলন বলে।
- (3) উদ্ভিদকোশে অপত্য ক্রোমোজোমদুটির মধ্যে বিকর্ষণ এবং স্পিন্ডলতন্তুর সংকোচনের ফলে অ্যানাফেজ চলন ঘটে।
- (4) এই সময় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলিকে ইংরেজি 'V' (মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে), 'L' (সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমে), ‘J’ (অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম) এবং ‘I’---(টেলোসেন্ট্রিক ক্রোমোজোমে) আকৃতির দেখায়।
- (5) এই দশার শেষে ক্রোমোজোমগুলি দুই মেরুতে পৌঁছে যায়।
D. টেলোফেজ (Telophase) :
- (1) উভয় মেরুর ক্রোমোজোমগুলিকে ঘিরে এন্ডোপ্লাজমীয় জালিকা যুক্ত হয়ে নিউক্লীয় পর্দার সৃষ্টি হয়।
- (2) ক্রোমোজোমের নিউক্লিয়োলার অর্গানাইজার অংশ থেকে নিউক্লিয়োলাস তৈরি হয়।
- (3) প্রতিটি ক্রোমোজোমের প্যাচ খুলে সরু ও লম্বা হয় (ডি-কনডেনসেশন) এবং পরস্পরের মধ্যে ছড়িয়ে পড়ে নিউক্লীয় জালিকা গঠন করে।
- (4) নিউক্লিয়াসে জলশোষণ (হাইড্রেশন) ঘটে স্ফীত হয়।
- (5) এইভাবে মাতৃকোশের সমসংখ্যক ও সমগুণসম্পন্ন ক্রোমোজোমবিশিষ্ট দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়।