অন্ধকারদশা (Dark Reaction)
সালোকসংশ্লেষের শেষ যে পর্যায়টি আলোকের নির্ভরতা ছাড়াই ক্লোরোপ্লাস্টিডের স্ট্রোমা অঞ্চলে ঘটে, তাকে অন্ধকারদশা বলে।
অন্ধকারদশায় প্রয়োজন হয় CO2,RuBP, বিভিন্ন উৎসেচক এবং আলোকদশায় উৎপন্ন ATP ও NADPH + H+ । অন্ধকারদশায় উৎপন্ন হয় গ্লুকোজ, NADP+ , ADP ও iP এবং RuBP(পুনরুৎপাদিত হয়)।
অন্ধকারদশার ঘটনাগুলি হল :
1. কার্বন ডাইঅক্সাইড স্থিতিকরণ (Fixation of CO2) :
পাতার অবস্থিত রিবিউলোজ বিসফসফেট (RuBP) -এর সাথে CO2 যুক্ত হয় এবং একটি অস্থায়ী যৌগ DPOB (ডাইফসফো অরবিটল) গঠনের মাধ্যমে প্রথম স্থায়ী যৌগ PGA (ফসফোগ্লিসারিক অ্যাসিড) উৎপন্ন করে।
6 RuBP + 6CO2 ---> 12PGA
2. PGA -এর বিজারণ (Reduction of PGA) :
ATP -এর সহায়তায় PGA -এর সাথে NADPH + H+ যুক্ত হয়ে PGAID (ফসফোগ্লিসারলডিহাইড) উৎপন্ন করে।
12 PGA + 12(NADPH + H+ ) --> 12PGAID + 12NADP+
3. গ্লুকোজ উৎপাদন (Synthesis of Glucose) :
2 অনু PGAID বিভিন্ন বিক্রিয়ায় মাধ্যমে এক অনু গ্লুকোজ উৎপন্ন করে।
4. RuBP পুনরুৎপাদন (Regeneration of RuBP) :
10 অণু PGAID বিভিন্ন মাধ্যমে ATP -এর সহায়তার 6 অনু RuBP পুনরুৎপাদিত করে।