অক্সিন,জিব্বারেলিন ও সাইটোকাইনিনের পার্থক্য
অক্সিন, জিব্বারেলিন ও কাইনিনের পার্থক্য :
নং | অক্সিন | জিব্বারেলিন | সাইটোকাইনিন |
---|---|---|---|
১ | ইন্ডোল বর্গভুক্ত, N2 -যুক্ত জৈবঅম্ল (C10H9O2N)। | টারপিয়নয়েড বর্গভুক্ত, N2 -বিহীন জৈবঅম্ল (C19H22O6)। | অ্যাডিনিন বর্গভুক্ত,N2 - যুক্ত জৈবক্ষার (C10H9N5O)। |
২ | অগ্রজ ভাজককলায় ট্রিপ - টোফ্যান (অ্যামিনো অ্যাসিড) থেকে উৎপন্ন হয়ে ফ্লোয়েম কলার মাধ্যমে বাহিত হয়। | বীজপত্রে অ্যাসিটাইল Co-A থেকে উৎপন্ন হয়ে জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে বাহিত হয়। | বীজের সস্যে অ্যাডিনিন থেকে উৎপন্ন হয়ে ব্যাপন প্রক্রিয়ায় সকল উদ্ভিদকলায় ছড়িয়ে পড়ে। |
৩ | অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। | কাক্ষিকমুকুলের বৃদ্ধি ঘটায়। | অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে। |
৪ | ট্রপিকচলন নিয়ন্ত্রণ করে। | এরূপ ভূমিকা নেই। | এরূপ ভূমিকা নেই। |
৫ | বীজের সুপ্তদশা বৃদ্ধি করে। | সুপ্তদশা ভেঙে অঙ্কুরোদ্গম ঘটায়। | সুপ্তদশা ভেঙে অঙ্কু-রোদ্গম ঘটায়। |
৬ | নিউক্লিয়াসের বিভাজন ঘটায়। | ভূমিকা স্বীকৃত নয়। | সাইটোকাইনেসিসে সহায়তা করে। |
অ্যাবসিসিক অ্যাসিড (ABA) :
এটি প্রধাণত বৃদ্ধি-প্রতিরোধী হরমোন। এর প্রধান কাজ হল —
- (1) মোচনস্তর (Abscission layer) তৈরি করে পাতা, ফুল, ফল প্রভৃতির মোচন দ্রুত করা।
- (2) পত্ররন্ধ্র বন্ধ করা।
- (3) অঙ্কুরোদ্গমে বাধা দেওয়া।
- (4) বার্ধক্য তরান্বিত করা।
ইথিলিন (C2H4) :
এটি একটি গ্যাসীয় হরমোন। এর প্রধান কাজ ফল পাকাতে সহায়তা করা এবং বৃদ্ধিরোধ করে বার্ধক্য ত্বরান্বিত করা।