করোটিয় স্নায়ু
করোটিয় স্নায়ু (Cranial Nerves) :
মস্তিষ্ক থেকে মোট 12 জোড়া করোটিয় স্নায়ু উৎপন্ন হয় । এদের মধ্যে কিছু সংজ্ঞাবহ, কিছু আজ্ঞাবহ এবং বাকিগুলি মিশ্র স্নায়ু।
(a) সংজ্ঞাবহ করোটিয় স্নায়ুজোড়াগুলি হল—স্পাইন্যাল অ্যাকসেসরি (XI নং) এবং হাইপোগ্লসাল (XII নং) স্নায়ু।
(c) মিশ্র করোটিয় স্নায়ুজোড়াগুলি হল--- অকিউলোমোটর (III নং), ট্রক্লিয়ার (IVনং), ট্রাইজেমিনাল (V নং), অ্যাবডুসেন্ট (VI নং), ফেসিয়াল (VII নং), গ্লাসোফ্যারিঞ্জিয়াল (IX নং) এবং ভেগাস (X নং) স্নায়ু।