রক্ত সঞ্চারণের দ্বারা বাহিত রোগ
রক্ত সঞ্চারণের দ্বারা বাহিত রোগ (Diseases caused by blood transfussion) :
বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তির রক্ত যদি সুস্থ ব্যক্তির দেহে সঞ্চারিত হয় তাহলে সুস্থ ব্যক্তির দেহে ওই রোগ সংক্রামিত হয়। রক্তসঞ্চারণের ফলে যে রোগগুলি হয় তার মধ্যে প্রধান হল AIDS, হেপাটাইটিস B ও C এবং ম্যালেরিয়া।
রক্তসঞ্চারণের দ্বারা বাহিত রোগদমনের উপায় :
⚫A. ব্লাড ব্যাংকে সংগৃহীত রক্তের পরীক্ষা :
ব্লাড ব্যাংকের জন্য বিভিন্ন ব্যক্তির দেহ থেকে সংগৃহীত রক্তে HIV ও হেপাটাইটিস ভাইরাস এবং ম্যালেরিয়ার পরজীবী প্রভৃতি আছে কিনা তা সংগ্রহের পূর্বেই পরীক্ষা করা অথবা সংগ্রহের পর পরীক্ষা করে সংক্রামিত রক্ত প্রয়োজনে বাতিল করা।
⚫B. চিকিৎসার যন্ত্রপাতি পরিশোধন
- (i) শল্যচিকিৎসার যন্ত্রপাতি উত্তমরূপে জীবাণুমুক্ত করা দরকার।
- (ii) সর্বত্র ডিসপোসেব্যাল সিরিঞ্জি (disposable syringe) ব্যবহার করা।
⚫C. অন্যান্য :
- (i) ক্ষৌরকর্মের জন্য পৃথক ক্ষুর বা ব্লেড ব্যবহার করা।
- (ii) আক্রান্ত মাতার সন্তানধারণ না করা।
- (iii) রক্তজাত বিভিন্ন পদার্থ উৎপন্ন করার সময় ভালোভাবে পরীক্ষার ব্যবস্থা করা।