বাস্তুতন্ত্রের কার্যপদ্ধতি
বাস্তুতন্ত্রের কার্যপদ্ধতি বা মিথষ্ক্রিয়া
- (1) উৎপাদকেরা মাটি বা জলে বাস করে এবং সৌরশক্তি গ্রহণ করে পরিবেশ থেকে অজৈব উপাদান গ্রহণ করে খাদ্য উৎপন্ন করে।
- (2) উৎপাদক থেকে ক্রমাপর্যায়ে প্রাথমিক, গৌণ ও প্রগৌণ খাদকেরা খাদ্য গ্রহণ করে।
- (3) বিয়োজকরা সকল উৎপাদক ও খাদকের মৃতদেহকে বিয়োজিত করে অজৈব উপাদান পরিবেশে ফিরিয়ে দেয়, যেগুলি উৎপাদকেরা পুনরায় গ্রহণ করতে পারে।
- (4) প্রতিটি বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী খাদ্যগ্রহণ, শ্বসন, প্রজনন প্রভৃতি বিষয়ে একে অপরের উপর নির্ভরশীল।
উৎপাদক, খাদক ও বিয়োজকের পার্থক্য
নং | উৎপাদক | খাদক | বিয়োজক |
---|---|---|---|
১ | এরা স্বভোজী এবং প্রধানত সবুজ উদ্ভিদ। | এরা পরভোজী এবং প্রধানত বিভিন্ন প্রাণী। | এরাও পরভোজী এবং প্রধানত ছত্রাক ও ব্যাকটেরিয়া। |
২ | ক্লোরোফিল থাকায় নিজদেহে সৌরশক্তির সাহায্যে খাদ্য তৈরি করে। | এরা শাকাশী বা মাংসাশী অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষ - ভাবে উৎপাদক থেকে খাদ্য গ্রহণ করে। | এরা মৃতজীবী এবং উৎপাদক ও খাদকের মৃতদেহ থেকে পুষ্টিরস শোষণ করে। |
৩ | পরিবেশ থেকে সরল অজৈব উপাদান গ্রহণ করে। | জটিল জৈব খাদ্য গ্রহণ করে। | সরল জৈব খাদ্য গ্রহণ করে। |
৪ | সূর্য থেকে শক্তি পায়। | উৎপাদক থেকে শক্তি | উৎপাদক ও খাদক থেকে শক্তি পায়। |