সুষুম্নীয় স্নায়ু
সুষুম্নীয় স্নায়ু (Spinal Nerves) :
সুষুম্নাকাণ্ড থেকে উৎপন্ন মোট 31 জোড়া সুষুন্নীয় স্নায়ু বর্তমান। এদের মধ্যে।
- (i) 8 জোড়া সারভাইক্যাল (গ্রীবাদেশীয়),
- (ii) 12 জোড়া থোরাসিক (বক্ষদেশীয়)
- (iii), 5 জোড়া লাম্বার (কটিদেশীয়),
- (iv) 5 জোড়া স্যাক্রাল (শ্রোণিদেশীয়) এবং
- (v) 1 জোড়া কক্সিজিয়াল (পুচ্ছদেশীয়)।