সাধারণ বীজঘ্ন এর ব্যবহার
সাধারণ বীজম্ন বা সংক্রমণনাশক বা ডিসইনফেকট্যান্ট-এর ব্যবহার (Use of Common isinfectants)
বীজঘ্ন (Disunfectants) : কী ?
যেসকল প্রাকৃতিক বা কৃত্রিম অবস্থা ও রাসানিক পদার্থ মানুষের ব্যবহার্য অজীব (inanimate) বস্তুতে (যেমন—বায়ু, জল, আসবাবপত্র, পোশাক, ঘরের মেঝে, শল্যচিকিৎসার যন্ত্রপাতি প্রভৃতি) প্রয়োগ করে ক্ষতিকারক জীবাণুদের দ্রুত ধ্বংস করা হয় তাদের বীজঘ্ন বা ডিসইনফেকট্যান্ট বলে।
আদর্শ বীজয়ের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকা দরকার :
- (i) সহজলভ্য ও দামে সস্তা হবে।
- (ii) চর্মের ক্ষয়কারক (corrosive) হবে না।
- (iii) কম পরিমাণেই বেশি কার্যকর হবে।
- (iv) জামাকাপড় বিবর্ণ (discolour) করবে না ।
- (v) চটচটে (greasy) পদার্থ সহজে নষ্ট করবে।
অ্যান্টিসেপটিক (Anticeptics) কী?
যেসকল রাসায়নিক পদার্থ সজীব দেহে প্রয়োগ করে রোগজীবাণুর বৃদ্ধি বন্ধ করা হয়, তাদের অ্যান্টিসেপটিক বলে।
ডিয়োডোরেন্টস (Deodorants) কী?
যেসকল রাসায়নিক পদার্থ ক্ষতস্থানের দুর্গন্ধ দূর করে কিন্তু জীবাণু নাশ করতে পারে না, তাদের ডিয়োডোরেন্টস বলে।
বিভিন্ন বীজম্ন (Disinfectants) :
A. প্রাকৃতিক (Natural) বীজঘ্ন :
- ⚫(1) নির্মল বা টাটকা বাতাস।
- ⚫(2) সূর্যালোক।
নির্মল বাতাসের অক্সিজেন এবং সূর্যালোকের উত্তাপ ও অতিবেগুনি রশ্মি জীবাণু ধ্বংস করে।
B. কৃত্রিম (Artificial) বীজঘ্ন :
⚫(a) ভৌত প্রক্রিয়া (Physical Means) :
(1) শুষ্ক উত্তাপ : (i) কোনো জীবাণুযুক্ত বস্তু দগ্ধ করে অথবা (ii) উত্তপ্ত শুষ্ক বায়ু প্রয়োগ করে জীবাণু ধ্বংস করা হয়।
(2) আর্দ্র উত্তাপ (Moist heat) : (i) স্ফুটনের দ্বারা (by boiling) অথবা উত্তপ্ত বাষ্প প্রয়োগ করে পোশাক বা আসবাবপত্র জীবাণুমুক্ত করা হয়।
(3) গ্রুপন (Fumigation) : যেমন বদ্ধ ঘরে গন্ধক (sulphur) পুড়িয়ে বা ক্লোরিন গ্যাস দ্বারা বা কার্বলিক অ্যাসিড বাষ্প দ্বারা নির্বীজন (disinfection) করা হয়।
⚫(b) রাসায়নিক প্রক্রিয়া (Chemical means) :
(1) ব্লিচিং পাউডার (Bleaching Powder) : জল, বাসনপত্রসহ রোগীর ব্যবহার্য পাত্র এর দ্বারা নির্বীজন করা হয়।
(2) চুন (Lime ) : পুকুর বা কুয়োর জলের জীবাণু নাশ করা হয়।
(3) পটাশিয়াম পারম্যাঙ্গানেট (Patassiam Permanganate) : পুকুর বা কুঁয়োর জল এবং বাসনপত্র পরিশোধন করা হয়।
- (4) ফিনাইল (Phenyle), লাইজল (Lizol), ফরমালডিহাইড (Formaldehyde), সাইলিন (Cylin) প্রভৃতির দ্বারা শৌচাগার ও ঘরের মেঝে নির্বীজন করা হয়।
- (5) সাবান (Soap), ডিটারজেন্ট প্রভৃতির দ্বারা জামাকাপড় নির্বীজন করা হয়।
- (6) ডেটল (Dettol), এর দ্বারা দাড়ি কামানোর রেজার, শিশুদের জামাকাপড় প্রভৃতি জীবাণুমক্ত করা হয়।