logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

জীবন বিজ্ঞান চর্চা

জীবন বিজ্ঞান

সালোকসংশ্লেষ

সংক্ষিপ্ত বিবরণ সালোকসংশ্লেষের বিক্রিয়া CO2 এর উৎস ও ভূমিকা জলের উৎস ও ভূমিকা ক্লোরোফিলের উৎস ও ভূমিকা সূর্যালোকের উৎস ও ভূমিকা সালোকসংশ্লেষের অন্যান্য উপাদান সালোকসংশ্লেষের স্থান সালোকসংশ্লেষের সময় ও পদ্ধতি আলোক দশা অন্ধকার দশা গ্লুকোজের পরিনতি সালোকসংশ্লেষের প্রভাবক সালোকসংশ্লেষের তাৎপর্য সালোকসংশ্লেষ ও শক্তিপ্রবাহ জেনে রাখা ভালো

শ্বসন

সংক্ষিপ্ত বিবরণ শ্বসনের স্থান ও সময় শ্বসনবস্তু ও শক্তি সবাত শ্বসন অবাত শ্বসন সন্ধান শ্বসন নিয়ন্ত্রক প্রভাবক উদ্ভিদের শ্বাসঅঙ্গ প্রাণীদের শ্বাসঅঙ্গ মানুষের শ্বাসকার্য প্রক্রিয়া শ্বসনের তাৎপর্য শ্বসনের কাজ জেনে রাখা ভালো

পুষ্টি

সংক্ষিপ্ত বিবরণ খাদ্য শর্করা প্রোটিন স্নেহপদার্থ বা চর্বি খনিজ লবণ ভিটামিন বা খাদ্যপ্রাণ ভিটামিন A ভিটামিন D ভিটামিন E ভিটামিন K ভিটামিন B কমপ্লেক্স ভিটামিন C পুষ্টিতে জলের ভূমিকা স্বভোজী উদ্ভিদের পুষ্টি পরভোজী উদ্ভিদের পুষ্টি উদ্ভিদের পুষ্টির অত্যাবশ্যকীয় মৌল উপাদান প্রাণীর পুষ্টি হলোজোয়িক পুষ্টি উৎসেচক বিপাক শক্তির চাহিদা ও সুষম খাদ্য জেনে রাখা ভালো

সংবহন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদের সংবহন প্রাণীর সংবহন জেনে রাখা ভালো

চলন ও গমন

সংক্ষিপ্ত বিবরণ
কয়েকটি প্রাণীর গমন পদ্ধতি
অ্যামিবা কেঁচো আরশোলা মাছ মানুষের দ্বিপদীগমন অন্যান্য প্রাণী
উদ্ভিদের চলন ও গমন
উদ্ভিদের চলন স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন আবিষ্ট সামগ্রিক চলন স্বতঃস্ফূর্ত বক্রচলন আবিষ্ট বক্রচলন জেনে রাখা ভালো

রেচন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদের রেচন উদ্ভিদের রেচন পদার্থ গঁদ রজন ট্যানিন তরুক্ষীর বান তৈল বা উদ্‌বায়ী তৈল জৈব অ্যাসিড ধাতব কেলাস উপক্ষার গ্লাইকোসাইড প্রাণীর রেচন প্রাণীর প্রধান রেচনঅঙ্গ মানুষের রেচন-অঙ্গ বৃক্ক ত্বক ফুসফুস যকৃৎ লালাগ্রন্থি অন্ত্র জেনে রাখা ভালো

স্নায়ুতন্ত্র

সংক্ষিপ্ত বিবরণ স্নায়ুতন্ত্রের বিবর্তন স্নায়ুতন্ত্রের উপাদান নিউরোন বা স্নায়ুকোশ নিউরোনের প্রকারভেদ নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের কার্যমূলক উপাদান স্নায়ুসন্নিধি বা সাইন্যাপস স্নায়ু স্নায়ুগ্রন্থি প্রতিবর্ত ক্রিয়া স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক সুষুম্নাকান্ড করোটিয় স্নায়ু সুষুম্নীয় স্নায়ু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র জেনে রাখা ভালো

জ্ঞানেন্দ্রিয়

সংক্ষিপ্ত বিবরণ চক্ষু বা দর্শনেন্দ্রিয় কর্ণ বা শ্রবণেন্দ্রিয় নাসিকা বা ঘ্রাণেন্দ্রিয় জিহ্বা বা স্বাদেন্দ্রিয় ত্বক বা স্পর্শেন্দ্রিয় জেনে রাখা ভালো

হরমোন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদ হরমোন অক্সিন জিব্বারেলিন সাইটোকাইনিন অক্সিন,জিব্বারেলিন ও সাইটোকাইনিনের পার্থক্য কৃষিকার্যে ও উদ্যানবিদ্যায় ব্যাবহারিক প্রয়োগ প্রাণী হরমোন অগ্রপিটুইটারি নিঃসৃত হরমোন ইনসুলিন থাইরক্সিন আড্রিনালিন বা এপিনেফ্রিন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন জেনে রাখা ভালো

কোশ ও কোশবিভাজন

সংক্ষিপ্ত বিবরণ ক্রোমোজোম ইউক্যারিয়োটিক ক্রোমোজোম অটোজোম, সেক্সক্রোমোজোম ও জিন কোশ বিভাজন কোশচক্র মাইটোসিস উদ্ভিদকোশে মাইটোসিস প্রাণীকোশে মাইটোসিস সাইটোকাইনেসিস জেনে রাখা ভালো

জনন ও বংশগতি

জনন অঙ্গজজনন অযৌনজনন যৌনজনন অপুংজনি জনুক্রম বংশগতি সুপ্রজননবিদ্যা এবং মেন্ডেল বংশগতিবিদ্যায় ব্যবহৃত তথ্য মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা বংশগতিসংক্রান্ত মেন্ডেলের সূত্র গিনিপিগে মেন্ডেলীয় বংশগতি মানুষের লিঙ্গ-নির্ধারণ মেন্ডেলীয় তত্বের ব্যাতিক্রম জেনে রাখা ভালো

অভিব্যাক্তি বা বিবর্তন

সংক্ষিপ্ত বিবরণ জৈব অভিব্যক্তির প্রমাণসমূহ অঙ্গসংস্থানিক ও শারীরস্থানিক প্রমাণ জীবাশ্মঘটিত প্রমাণ অভিব্যক্তির তত্বাবলি ল্যামার্কবাদ ডারউইন পরিব্যক্তিবাদ জেনে রাখা ভালো

অভিযোজন

সংক্ষিপ্ত বিবরণ অভিব্যক্তি ও অভিযোজনের সম্পর্ক উদ্ভিদের অভিযোজন পদ্মের অভিযোজন ক্যাকটাসের অভিযোজন সুন্দরীর অভিযোজন প্রাণীর অভিযোজন রুইমাছের অভিযোজন পায়রার অভিযোজন জেনে রাখা ভালো

ভাইরাস, অণুজীব, রোগ ও স্বাস্থ্য

ভাইরাস ভাইরাসের শ্রেণিবিভাগ ব্যাকটেরিয়োফাজ রোগসৃষ্টিকারী ভাইরাস ভাইরাসের সংক্রমণ পদ্ধতি অণুজীব ও তার প্রকারভেদ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা ব্যাকটেরিয়ার অপকারী ভূমিকা ছত্রাক প্রোটোজোয়া রোগ ও স্বাস্থ্যবিজ্ঞান বাহকের দ্বারা সৃষ্ট রোগ রক্ত সঞ্চারণের দ্বারা বাহিত রোগ সাধারণ বীজঘ্ন এর ব্যবহার অনাক্রমণ্যকরণ ও টিকাকরণ জেনে রাখা ভালো

পরিবেশ, বাস্তুতন্ত্র এবং সংরক্ষণ

পরিবেশ জৈব ভূরাসায়নিক চক্র অক্সিজেন চক্র কার্বন চক্র নাইট্রোজেন চক্র বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রের কার্যপদ্ধতি খাদ্যশৃঙ্খল খাদ্যজাল পুষ্টিগঠন বাস্তুসংস্থানগত পিরামিড বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ একটি পুকুরের বাস্তুতন্ত্র সংরক্ষণ জলসংরক্ষণ মৃত্তিকা সংরক্ষণ বনসংরক্ষণ বন্যজীবন সংরক্ষণ ব্যাঘ্র প্রকল্প অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত অরন্য বিলুপ্ত ও লুপ্তপ্রায় প্রাণী জেনে রাখা ভালো

সাধারণ বীজঘ্ন এর ব্যবহার


সাধারণ বীজম্ন বা সংক্রমণনাশক বা ডিসইনফেকট্যান্ট-এর ব্যবহার (Use of Common isinfectants)

বীজঘ্ন (Disunfectants) : কী ?

যেসকল প্রাকৃতিক বা কৃত্রিম অবস্থা ও রাসানিক পদার্থ মানুষের ব্যবহার্য অজীব (inanimate) বস্তুতে (যেমন—বায়ু, জল, আসবাবপত্র, পোশাক, ঘরের মেঝে, শল্যচিকিৎসার যন্ত্রপাতি প্রভৃতি) প্রয়োগ করে ক্ষতিকারক জীবাণুদের দ্রুত ধ্বংস করা হয় তাদের বীজঘ্ন বা ডিসইনফেকট্যান্ট বলে।

আদর্শ বীজয়ের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকা দরকার :

  • (i) সহজলভ্য ও দামে সস্তা হবে।
  • (ii) চর্মের ক্ষয়কারক (corrosive) হবে না।
  • (iii) কম পরিমাণেই বেশি কার্যকর হবে।
  • (iv) জামাকাপড় বিবর্ণ (discolour) করবে না ।
  • (v) চটচটে (greasy) পদার্থ সহজে নষ্ট করবে।

অ্যান্টিসেপটিক (Anticeptics) কী?

যেসকল রাসায়নিক পদার্থ সজীব দেহে প্রয়োগ করে রোগজীবাণুর বৃদ্ধি বন্ধ করা হয়, তাদের অ্যান্টিসেপটিক বলে।

ডিয়োডোরেন্টস (Deodorants) কী?

যেসকল রাসায়নিক পদার্থ ক্ষতস্থানের দুর্গন্ধ দূর করে কিন্তু জীবাণু নাশ করতে পারে না, তাদের ডিয়োডোরেন্টস বলে।


বিভিন্ন বীজম্ন (Disinfectants) :

A. প্রাকৃতিক (Natural) বীজঘ্ন :

  • ⚫(1) নির্মল বা টাটকা বাতাস।
  • ⚫(2) সূর্যালোক।

নির্মল বাতাসের অক্সিজেন এবং সূর্যালোকের উত্তাপ ও অতিবেগুনি রশ্মি জীবাণু ধ্বংস করে।

B. কৃত্রিম (Artificial) বীজঘ্ন :

⚫(a) ভৌত প্রক্রিয়া (Physical Means) :

  • (1) শুষ্ক উত্তাপ : (i) কোনো জীবাণুযুক্ত বস্তু দগ্ধ করে অথবা (ii) উত্তপ্ত শুষ্ক বায়ু প্রয়োগ করে জীবাণু ধ্বংস করা হয়।

  • (2) আর্দ্র উত্তাপ (Moist heat) : (i) স্ফুটনের দ্বারা (by boiling) অথবা উত্তপ্ত বাষ্প প্রয়োগ করে পোশাক বা আসবাবপত্র জীবাণুমুক্ত করা হয়।

  • (3) গ্রুপন (Fumigation) : যেমন বদ্ধ ঘরে গন্ধক (sulphur) পুড়িয়ে বা ক্লোরিন গ্যাস দ্বারা বা কার্বলিক অ্যাসিড বাষ্প দ্বারা নির্বীজন (disinfection) করা হয়।

⚫(b) রাসায়নিক প্রক্রিয়া (Chemical means) :

  • (1) ব্লিচিং পাউডার (Bleaching Powder) : জল, বাসনপত্রসহ রোগীর ব্যবহার্য পাত্র এর দ্বারা নির্বীজন করা হয়।

  • (2) চুন (Lime ) : পুকুর বা কুয়োর জলের জীবাণু নাশ করা হয়।

  • (3) পটাশিয়াম পারম্যাঙ্গানেট (Patassiam Permanganate) : পুকুর বা কুঁয়োর জল এবং বাসনপত্র পরিশোধন করা হয়।

  • (4) ফিনাইল (Phenyle), লাইজল (Lizol), ফরমালডিহাইড (Formaldehyde), সাইলিন (Cylin) প্রভৃতির দ্বারা শৌচাগার ও ঘরের মেঝে নির্বীজন করা হয়।
  • (5) সাবান (Soap), ডিটারজেন্ট প্রভৃতির দ্বারা জামাকাপড় নির্বীজন করা হয়।
  • (6) ডেটল (Dettol), এর দ্বারা দাড়ি কামানোর রেজার, শিশুদের জামাকাপড় প্রভৃতি জীবাণুমক্ত করা হয়।