প্রাণীকোশে মাইটোসিস
প্রাণীকোশে মাইটোসিস (Mitosis in Animals) :
উদ্ভিদকোশের মতো প্রাণীকোশের মাইটোসিস প্রায় একইভাবে ঘটে। কয়েকটি ক্ষেত্রে প্রাণীকোশে যে অন্যরকম ঘটনা ঘটে সেগুলি কেবল উল্লেখ করা হল।
A. প্রোফেজ :
প্রাণীকোশে সেন্ট্রোজোমটি দু-ভাগ হয়ে (প্রতিটিতে দু-টি করে সেন্ট্রিয়োল) পরস্পর থেকে 1800 দূরে সরে যেতে থাকে এবং প্রতিটি থেকে তন্তু রশ্মির মতো জড়িয়ে থাকে (অ্যাস্ট্রাল রশ্মি)। এই দশার শেষে সেন্ট্রোজোম থেকে বেমতন্তু তৈরি হয়ে মাকু-আকৃতির বেম (Spindle) গঠিত হয়।
B. মেটাফেজ :
প্রাণীকোশে ছোটো ক্রোমোজোমগুলি মেটাফেজ প্লেটের পরিধির দিকে এবং বড়ো ক্রোমোজোমগুলি কেন্দ্রের দিকে থাকে।
C. অ্যানাফেজ :
প্রাণীকোশে বেমের মাঝে সংকোচনের ফলে সৃষ্ট স্টেমৰডি এবং নতুন তন্তু তৈরি হয়ে গঠিত ইন্টারজোনাল তন্তু অপত্য ক্রোমোজোমকে দুই মেরুর দিকে ঠেলতে থাকে। এছাড়া অপত্য ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ এবং বেমতন্তুর সংকোচনও অ্যানাফেজ চলন ঘটায়।