প্রোটোজোয়া
প্রোটোজোয়া (Protozoa)
সংজ্ঞা (Definition) :
আদর্শ নিউক্লিয়াসযুক্ত, আণুবীক্ষণিক সকল এককোশী প্রাণীদের আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া বলে।
বৈশিষ্ট্য (Characteristics ) :
- (1) আণুবীক্ষণিক এবং একটিমাত্র কোশ দ্বারা গঠিত।
- (2) ক্ষণপদ, ফ্লাজেলা বা সিলিয়ার দ্বারা গমন করে।
- (3) সংকোচী গহ্বরের দ্বারা রেচনক্রিয়া সম্পন্ন করে।
- (4) এদের অন্তঃকোশী পরিপাক হয়।
তাৎপর্য (Significance) :
(a) উপকারী (beneficial) :
- (1) বিভিন্ন প্রোটাজোয়া গবেষণার বিষয়বস্তু হিসাবে ব্যবহৃত হয় ৷
- (2) ভূগর্ভে ফোরামিনিফেরা, রেডিয়োলেরিয়া প্রভৃতি প্রোটোজোয়ার উপস্থিতি ওই স্থানে খনিজ তৈলের অনুসন্ধান দেয়।
(b) অপকারী (Harmful) ভূমিকা :
(1) প্লাজমোজিয়াম ভাইভাক্স (Plasmodium vivax)
একপ্রকার এককোশী প্রাণী বা প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী । এর আবিষ্কর্তা বিজ্ঞানী রোনাল্ড রস (Ronald Ross, 1890) I
সংক্রমণ পদ্ধতি :
অ্যানোফিলিস মশকী ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তির দেহ থেকে রক্ত শোষণ করার সময় গোলাকার গ্যামেটো- সাইট দশা মশকীর দেহে প্রবেশ করে। এরপর এটি মশকীর দেহে কাস্তে আকৃতির স্পোরোজোয়েট দশায় পরিণত হয়ে লালাগ্রন্থিতে অবস্থান করে এবং সুস্থ ব্যক্তির দেহে রক্ত পান করার সময় ওইগুলি মানুষের রক্তে মিশে যায়।
অপকারী দিক :
প্লাজমোডিয়াম মানুষের ম্যালেরিয়া (Malaria) (রাগ সৃষ্টি করে। এতে 48 ঘন্টা অন্তর কাপুনি দিয়ে অত্যধিক জ্বর আসে এবং ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। এই প্রোটোজোয়া লোহিতকণিকা বিনষ্ট করে এবং হিমোজাইন মাইন নামক টক্সিক পদার্থ উৎপন্ন করে, যা লোহিতকণিকা থেকে বেরিয়ে রত্নরসে আসার কাপুনি দিয়ো জ্বর আসে।
(2) এন্টামিবা হিস্টোলাইটিকা (Antamoeba histolytica)
একপ্রকার এককোশী প্রোটোজোয়া।
সংক্রমণ পদ্ধতি :
অ্যান্টামিবার দ্বারা আক্রান্ত ব্যক্তির দেহ থেকে মলের সাথে এন্টামিবার আবরণী বেষ্টিত সিস্টগুলি বেরিয়ে যায়। ওইগুলি কোনোভাবে জল বা সবজির মধ্যে প্রবেশ করলে তা সুস্থ ব্যক্তিতে সংক্রামিত হয়।
অপকারী দিক :
এন্টামিবা প্রধানত মানুষের অন্ত্রে বাস করে এবং আমাশয়, উদরাময়, রক্তাল্পতা, এমনকি লিভার অ্যাবসেস, অ্যামিবিক হেপাটাইটিস প্রভৃতি রোগ সৃষ্টি করে যাদের একসাথে অ্যামিবায়েসিস (Amocbiasis) বলে।
(3) লিসমেনিয়া ডোনোভানি ( Leishmania donovani): কালাজ্বর সৃষ্টি করে।
(4) ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স (Trypanosoma gambiense): ঘুমরোগ সৃষ্টি করে।
প্ল্যাসোমোডিয়াম ফ্যালসিপেরাম (P. falciparum) ভয়ঙ্কর ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার কারণ।