সালোকসংশ্লেষের প্রভাবক
A. বাহ্যিক প্রভাবক (External factors) :
1. আলো (Light) :
সালোকসংশ্লেষের একটি অন্যতম প্রভাবক হল আলো। আলোর তীব্রতা (Intensity), প্রকৃতি (Quality) এবং স্থিতিকালের (Duration) উপর সালোকসংশ্লেষের হার নির্ভর করে । অতি তৈব্র আলোতে সালোকসংশ্লেষ কম হয় । লাল ও নীল আলো সালোকসংশ্লেষে বেশি কার্যকর। সাধারণত নির্দিস্ট তীব্রতার আলো ৪-১২ ঘন্টা পর্যন্ত উপস্থিত থাকলে সালোকসংশ্লেষ বেশি হয়।
2. কার্বন ডাইঅক্সাইড (Carbon dioxide) :
কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03% থেকে 0.04% পর্যন্ত সালোকসংশ্লেষের হার বাড়ায় । কিন্তু CO2 -এর পরিমাণ বেশি বেড়ে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে সালোকসংশ্লেষের হার কমিয়ে দেয় ।
3. জল (Water) :
উদ্ভিদ যদি নির্দিস্ট পরিমাণ জল না পায় তাহলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে সালোকসংশ্লেষের হার কমিয়ে দেয়।
4. উষন্তা (Tempreture) :
২৫*C থেকে 35*C তাপমাত্রায় সালোকসংশ্লেষ ভালো হয় । এর কম বা বেশি তাপমাত্রায় সালোকসংশ্লেষের হার কমে ।
5. অক্সিজেন (Oxygen) :
অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বাড়লে সালোকসংশ্লেষের হার কমে।
6. রাসায়নিক পদার্থ (Chemicals) :
হাইড্রোজেন সালফাইড, ক্লোরোফর্ম প্রভৃতি রাসায়নিক পদার্থের উপস্থিতিতে সালোকসংশ্লেষের হার কমে।
7. খনিজ লবণ (Minerals) :
ম্যাগনেসিয়াম, লৌহ, তামা প্রভৃতি খনিজ লবণের অভাবে সালোকসংশ্লেষের হার কম।
8. পাতার বয়স (Age of leaves) :
পাতার বয়স বৃদ্ধির সাথে সাথে সালোকসংশ্লেষের হার কমে।
অভ্যন্তরীণ প্রভাবক (Internal factors) :
ক্লোরোফিল (Chlorophyll) :
ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধিতে সালোকসংশ্লেষের হার বাড়ে।
প্রোটোপ্লাজম ( Protoplasm) :
প্রোটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ইলেকট্রন বাহক, RuBP প্রভৃতির বৃদ্ধিতে সালোকসংশ্লেষের হার বাড়ে।
উৎসেচক (Enzymes) :
সালোকসংশ্লেষের প্রয়োজনীয় উৎসেচকগুলি উপযুক্ত পরিমাণে থাকলে সালোকসংশ্লেষ ভালো হয়।
পাতার গঠন (Structure of leaf) :
মেসোফিল কলা, বাতাসকাশ, রক্ষীকোশ, পত্ররন্ধ্র প্রভৃতির উপযুক্ত গঠনের উপর সালোকসংশ্লেষের হার নির্ভর করে।
সালোকসংশ্লেষজাত পদার্থের সঞ্চয় (Accumulation of photosynthetic product) :
সালোকসংশ্লেষজাত পদার্থ (গ্লুকোজ বা শ্বেতসার) মেসোফিল কলায় জমে গেলে সালোকসংশ্লেষের হার কমে যায়। দ্রুত ঐ পদার্থ অন্যত্র অপসারিত হলে সালোকসংশ্লেষ ভালো হয়।