নাসিকা বা ঘ্রাণেন্দ্রিয়
নাসিকা বা ঘ্রাণেন্দ্রিয় (Nose or The Organ of Smell )
গ্যাসীয় অবস্থায় পদার্থের শনাক্তকরণ করতে আমরা নাসিকার সাহায্য নিয়ে থাকি। নাসাগহ্বরের ছাদের ঘ্রাণঝিল্লিতে দু-প্রকার কোশ থাকে।
যথা-আলম্ব কোশ (Supporting cell) এবং ঘ্রাণ গ্রাহক কোশ বা বাইপোলার কোশ (Olfactory cell or Bipolar cell)।
দ্বিতীয় প্রকার কোশই ঘ্রাণ-অনুভূতি গ্রহণ করতে পারে।
জ্ঞানেন্দ্রিয়রূপে কাজ :
গন্ধযুক্ত কোনো উদ্বায়ী রাসায়নিক পদার্থ গ্যাসীয় মাধ্যমে নাসাগরের ঘ্রাণঝিল্লিতে পৌঁছোল ঘ্রাণগ্রাহক কোশের (অলফ্যাক্টরি কোশ) গায়ে জলীয় পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে। এর ফলে উক্ত কোশগুলি উদ্দীপিত হয় এবং অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে ওই উদ্দীপনা মস্তিষ্কের ঘ্রাণকেন্দ্রে প্রেরিত হলে আমরা গন্ধ শনাক্ত করতে পারে।