ত্বক বা স্পর্শেন্দ্রিয়
ত্বক বা স্পর্শেন্দ্রিয় (Skin or The Organ of Sensa- tion)
ত্বকের মাধ্যমে আমরা সাধারণ স্পর্শ থেকে শুরু করে আঘাত, চাপ, তাপ, শৈত্য প্রভৃতি অনুভূতি গ্রহণ করতে পারি। ত্বকে বিভিন্ন গ্রাহক কোশ বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করতে পারে। কেশমূলে গ্রাহক কোশ বেশি থাকে।
জ্ঞানেন্দ্রিয়রূপে কাজ :
বিভিন্ন প্রকার উদ্দীপনা যেমন স্পর্শ, চাপ, তাপ, শৈত্য, বেদনা প্রভৃতি ত্বকে উপস্থিত বিভিন্ন গ্রাহক কোশ দ্বারা গৃহীত হয়ে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছোয়; ফলে আমরা বিভিন্ন অনুভূতি (স্পর্শ, চাপ, তাপ, শৈত্য প্রভৃতি) পেয়ে থাকি। ত্বকের মেইনজার কণিকা স্পর্শানুভূতি, প্যাসিনিয়ান কণিকা চাপ অনুভূতি। গলজিম্যাজোনির অঙ্গ তাপ-অনুভূতি, ক্রাউজের প্রান্তস্ফীতি শৈত্য অনুভূতি, মুক্ত স্নায়ুপ্রান্ত বেদনা-অনুভূতি গ্রহণ করতে পারে। এইভাবে আমরা স্পর্শেন্দ্রিয়ের দ্বারা বিভিন্ন বস্তু ও তার অবস্থা সম্পর্কে অবগত হই।